ঢাকা লিগের ম্যাচে জুটির বিশ্বরেকর্ড

চলতি লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবের শেষ ম্যাচ, জয়ের সম্ভাবনাও ততক্ষণে শেষ। কিন্তু শেষের আগে দারুণ এক চমক উপহার দিল তাদের দুই ব্যাটসম্যান। ইসহারুল ইসলাম ও জয়নুল ইসলামের এই জুটিতে হয়ে গেল বিশ্বরেকর্ড!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 08:04 AM
Updated : 23 June 2021, 08:04 AM

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির রেলিগেশন লিগের শেষ ম্যাচে বুধবার বিকেএসপিতে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে নবম উইকেটে এই রেকর্ড জুটি গড়েন ইসহারুল ও জয়নুল।

উইকেটে যখন জুটি বাঁধেন দুজন, তাদের জয়ের বাস্তব সম্ভাবনা তখন আর নেই। ২০১ রান তাড়ায় ১৫ ওভার শেষে পারটেক্সের রান ৮ উইকেটে ১০০।

শেষ পর্যন্ত পারটেক্স জিততে পারেওনি। তবে হারার আগে বাকি ৫ ওভারে তাণ্ডব চালান ইসহারুল ও জয়নুল। দুজনে যোগ করেন ৭৩ রান!

দুজনের ব্যাট থেকে এই সময় ছক্কা আসে ৬টি, চার ৫টি। মুক্তার আলির এক ওভারে আসে ১৮ রান, নাঈম ইসলামের এক ওভারে ২০।

সাতে নামা ইসহারুল অপরাজিত থাকেন ২২ বলে ৩৮ রান করে। নয়ে নেমে পেসার জয়নুল খেলেন ৪ ছক্কায় ১৪ বলে ৩৭ রানের ইনিংস।

নবম উইকেটে আগের বিশ্বরেকর্ডটি ছিল কোরি অ্যান্ডারসন ও জশ ডেভি জুটির। ২০১৭ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে সমারসেটের হয়ে তারা গড়েছিলেন ৬৯ রানের জুটি।

নবম উইকেটে বাংলাদেশের অর্ধশত রানের জুটি আগে ছিল আর একটিই। এবারের ঢাকা লিগেই প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৫২ রান তুলেছিলেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির রিশাদ হোসেন ও ইফরান হোসেন।