ঢাকা লিগের ম্যাচে জুটির বিশ্বরেকর্ড
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2021 02:04 PM BdST Updated: 23 Jun 2021 02:04 PM BdST
চলতি লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবের শেষ ম্যাচ, জয়ের সম্ভাবনাও ততক্ষণে শেষ। কিন্তু শেষের আগে দারুণ এক চমক উপহার দিল তাদের দুই ব্যাটসম্যান। ইসহারুল ইসলাম ও জয়নুল ইসলামের এই জুটিতে হয়ে গেল বিশ্বরেকর্ড!
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির রেলিগেশন লিগের শেষ ম্যাচে বুধবার বিকেএসপিতে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে নবম উইকেটে এই রেকর্ড জুটি গড়েন ইসহারুল ও জয়নুল।
উইকেটে যখন জুটি বাঁধেন দুজন, তাদের জয়ের বাস্তব সম্ভাবনা তখন আর নেই। ২০১ রান তাড়ায় ১৫ ওভার শেষে পারটেক্সের রান ৮ উইকেটে ১০০।
শেষ পর্যন্ত পারটেক্স জিততে পারেওনি। তবে হারার আগে বাকি ৫ ওভারে তাণ্ডব চালান ইসহারুল ও জয়নুল। দুজনে যোগ করেন ৭৩ রান!
দুজনের ব্যাট থেকে এই সময় ছক্কা আসে ৬টি, চার ৫টি। মুক্তার আলির এক ওভারে আসে ১৮ রান, নাঈম ইসলামের এক ওভারে ২০।
সাতে নামা ইসহারুল অপরাজিত থাকেন ২২ বলে ৩৮ রান করে। নয়ে নেমে পেসার জয়নুল খেলেন ৪ ছক্কায় ১৪ বলে ৩৭ রানের ইনিংস।
নবম উইকেটে আগের বিশ্বরেকর্ডটি ছিল কোরি অ্যান্ডারসন ও জশ ডেভি জুটির। ২০১৭ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে সমারসেটের হয়ে তারা গড়েছিলেন ৬৯ রানের জুটি।
নবম উইকেটে বাংলাদেশের অর্ধশত রানের জুটি আগে ছিল আর একটিই। এবারের ঢাকা লিগেই প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৫২ রান তুলেছিলেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির রিশাদ হোসেন ও ইফরান হোসেন।
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’