ফাইনালের চতুর্থ দিনও ভেসে গেল বৃষ্টিতে

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃষ্টির দাপট চলছেই। প্রথম দিনের পর ভারত ও নিউ জিল্যান্ডের এই ম্যাচের চতুর্থ দিনও ভেসে গেল বৃষ্টিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 03:20 PM
Updated : 21 June 2021, 03:20 PM

সাউথ্যাম্পটনে সোমবার সারাদিনই ছিল বৃষ্টি। দীর্ঘ সময় অপেক্ষার পরও এ দিন খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল তিনটার মিনিট দুয়েক আগে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

গত শুক্রবার শুরু হওয়ার কথা ছিল টেস্টের শ্রেষ্ঠত্বের এই লড়াই। কিন্তু ওইদিন টসই করা সম্ভব হয়নি। পরে শনিবার খেলা শুরু হলেও বৃষ্টির বাগড়া ও আলোকস্বল্পতায় খেলা হয় কেবল ৬৪.৪ ওভার।

পরের দিনও ছিল বৃষ্টির বাধা। এ দিনও খেলা হয়নি পুরোপুরি। এবার আরেকটি দিন কেড়ে নিল বৃষ্টি।

বিরূপ আবহাওয়ার কথা ভাবনায় রেখে এই ম্যাচে রিজার্ভ ডে রেখেছে আইসিসি। তাই এখনও খেলা বাকি আছে দুই দিনের।

ম্যাচের যেটুকু খেলা হয়েছে, তাতে দুই দলই লড়ছে দারুণ। তবে আপাতত কিছুটা এগিয়ে নিউ জিল্যান্ড। ভারতকে ২১৭ রানে অলআউট করে দিয়ে ২ উইকেট হারিয়ে ১০১ রান করেছে কেন উইলিয়ামসনের দল।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ২১৭

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৪৯ ওভারে ১০১/২ (উইলিয়ামসন ১২*, টেইলর ০*; ইশান্ত ১২-৪-১৯-১, বুমরাহ ১১-৩-৩৪-০, শামি ১১-৪-১৯-০, অশ্বিন ১২-৫-২০-১, জাদেজা ৩-১-৬-০)।