নবিকে আফগান বোর্ড থেকে অব্যাহতি

চমক জাগিয়ে খেলোয়াড়ি জীবনেই মোহাম্মদ নবি জায়গা পেয়েছিলেন বোর্ডে। তবে আপাতত আর এই ভূমিকায় থাকছেন না তিনি। তাকে সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 01:16 PM
Updated : 21 June 2021, 02:42 PM

বিবৃতিতে সোমবার বিষয়টি নিশ্চিত করে আফগান বোর্ড। নবির স্থলাভিষিক্ত হচ্ছেন আফগানিস্তানের দিল্লির বর্তমান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই।

আফগানিস্তান দলের আসছে আন্তর্জাতিক ব্যস্ত সূচির কথা মাথায় রেখে নবির বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় এসিবি।

“সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ নবিকে তার বোর্ড সদস্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটি আফগানিস্তানের আসন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত আন্তর্জাতিক সূচি বিবেচনা করে নেওয়া হয়েছে। যেখানে তিনি সবচেয়ে অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

গত অগাস্টে নবিকে বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিল আফগান বোর্ড।

২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন নবি। তবে সীমিত ওভারের ক্রিকেটে দেশের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।