আবার ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’, এবার শিকার সোহান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2021 11:51 AM BdST Updated: 21 Jun 2021 12:35 PM BdST
-
‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ হওয়ার আগ পর্যন্ত দারুণ খেলছিলেন সোহান।
দলের বিপর্যয়ে দারুণ খেলছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু তার ইনিংসটি শেষ হলো দৃষ্টিকটুভাবে। যেখানে দায় তার নিজেরই। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের অধিনায়ক বিদায় নিলেন ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ আউট হয়ে।
দিন চারেক আগেও টি-টোয়েন্টিতে ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ আউটের তালিকায় ছিল না বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের নাম। এখন সোহানকে দিয়ে এই আউটের স্বাদ পেলেন দুজন। প্রথমজন ছিলেন ইয়াসিন আরাফাত।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচে এই আউটের শিকার হন সোহান। ম্যাচের ১৯তম ওভারের ঘটনা সেটি। দল ৪৫ রানে ৪ উইকেট হারানোর পর নেমে সোহান তখন খেলছিলেন ২৪ বলে ৪২ রান করে।
কামরুল ইসলাম রাব্বির অফ স্টাম্পের বাইরের শর্ট বল পুল করার চেষ্টা করেন এনামুল হক। তার ব্যাটের নিচের দিকে লেগে পা স্পর্শ করে বল থাকে উইকেটের কাছেই। রান নেওয়ার সময় দৌড়ের গতিপথ একটু সরিয়ে সোহান পা দিয়ে ঠেকিয়ে দেন বল। ফিল্ডিং করতে ছুটে যাওয়া বোলার কামরুল ধরতে পারেননি বল।
দোলেশ্বরের ফিল্ডাররা আবেদন জানান তখনই। থার্ড আম্পায়ার বারবার রিপ্লে দেখে আউট দেন সোহানকে। মাঠ ছাড়ার সময় তাকে যদিও অসন্তুষ্ট মনে হয়েছে, তবে রিপ্লে দেখে তাকে আউট বলেই মনে হয়েছে।
গত বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ হন মোহামেডানের ইয়াসিন আরাফাত। এই আউট হওয়া বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তিনিই।
টি-টোয়েন্টি ক্রিকেটে ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ আউট হওয়া ১৫ ও ১৬তম ক্রিকেটার ইয়াসিন ও সোহান। প্রথম এটির শিকার হয়েছিলেন আহমেদ হায়াত। ২০০৫ সালে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টিতে করাচি ডলফিনসের বিপক্ষে আউট হয়েছিলেন ফয়সালাবাদ উলভসের ব্যাটসম্যান।
ইয়াসিন-সোহানের আগের সবশেষ এই আউট হয়েছিলেন ২০১৯ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্র।
-
তাইজুলের চমৎকার ফিল্ডিংয়ে রান আউট ওশাদা
-
৫ হাজার ছোঁয়ার দিনে মুশফিকের মন্থরতম সেঞ্চুরি
-
অস্ট্রেলিয়ার নারী দল ছেড়ে মর্গ্যানদের কোচ মট
-
আইপিএল ছেড়ে যাচ্ছেন উইলিয়ামসন
-
সবার আগে ৫ হাজারে মুশফিক
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- তাইজুলের চমৎকার ফিল্ডিংয়ে রান আউট ওশাদা
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ