সৈকত-সোহানের ঝড়ে উড়ে গেল প্রাইম ব্যাংক
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2021 06:33 PM BdST Updated: 20 Jun 2021 07:02 PM BdST
-
৩৬ বলে ৬০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা শেখ জামালের সৈকত।
মোহাম্মদ মিঠুনের ফিফটি আর রকিবুল হাসানের বিস্ফোরক ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পেল প্রাইম ব্যাংক। তবে সৈকত আলির ঝড়ো ফিফটি আর নুরুল হাসান সোহানের খুনে ইনিংসে অনায়সে সেই রান ছাড়িয়ে গেল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। জয় দিয়ে শুরু করল সুপার লিগ পর্ব।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে রোববার ৭ উইকেটে জিতেছে শেখ জামাল।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৩ উইকেটে ১৬৪ রান করে প্রাইম ব্যাংক। শেখ জামাল তা ছুঁয়ে ফেলে ১১ বল বাকি থাকতেই।
শেখ জামালের জয়ের নায়ক সৈকত খেলেন ৩৬ বলে ৬০ রানের ইনিংস। ৪০ বলে ৪৪ রান করা ইমরুল কায়েসের সঙ্গে এই ওপেনারের শত রানের জুটি গড়ে দেয় দলটির জয়ের ভিত। শেষ দিকে সোহান তাণ্ডব চালিয়ে করেন ১৭ বলে ৪৪। অধিনায়কের ইনিংসটি সাজানো ৪ ছক্কা ও ২ চারে।
ইনিংসের প্রথম বলেই ইবাদত হোসেনকে চার। টস হেরে ব্যাটিংয়ে নামা প্রাইম ব্যাংককে ভালো শুরুর আভাস দেন রনি তালুকদার। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি তা। ইলিয়াস সানিকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন রনি।
চোটের জন্য লিগ শেষ হয়ে যাওয়া তামিম ইকবালের জায়গায় খেলা রুবেল মিয়া ও অধিনায়ক এনামুল হক টানেন কিছুক্ষণ। তবে কেউই খেলতে পারেননি বড় ইনিংস। রুবেলকে থামান সানি। একটি করে ছক্কা-চারে ২৭ করা এনামুলকে বিদায় করেন জিয়াউর রহমান।
এরপরই মিঠুন ও রকিবুলের প্রতিরোধ। চতুর্থ উইকেটে দুই জনে গড়েন ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি। তাদের ব্যাটে প্রতি ওভারেই আসতে থাকে বাউন্ডারি।
৩৭ বলে ফিফটি স্পর্শ করা মিঠুনের ৪২ বলে খেলা ৬৭ রানের ইনিংসে সাত চারের পাশে দুটি ছক্কা। তাকে দারুণ সঙ্গ দেওয়া রকিবুল ১৯ বলে চারটি চার ও এক ছক্কায় করেন ৩৪ রান।
রান তাড়ায় দ্বিতীয় ওভারেই মোহাম্মদ আশরাফুলকে হারায় শেখ জামাল। শরিফুল ইসলামের বলে বোল্ড হয়ে যান এই ওপেনার।
শুরুর ধাক্কা সামলে দারুণ ব্যাটিংয়ে দলকে পথ দেখান সৈকত ও ইমরুল। দুই ব্যাটসম্যানই পান জীবন। ৩৮ রানে সৈকত, ২০ রানে ইমরুল।
মুস্তাফিজুর রহমানের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন সৈকত। তার এক ছক্কা ও দুই চারে ওই ওভার থেকে আসে ১৬ রান। ইমরুল ছক্কায় ওড়ান অলক কাপালী ও রুবেল হোসেনকে।
শরিফুলকে ছক্কায় উড়িয়ে সৈকত ২৮ বলে পৌঁছান ফিফটিতে। পরের ওভারে নাহিদুল ইসলামকে মারেন আরেকটি। তার ৩৬ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৬০ রানের বিস্ফোরক ইনিংস থামান রুবেল। ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়লে ভাঙে ১০০ রানের জুটি।
আরেক থিতু ব্যাটসম্যান ইমরুলকে ফেরান নাহিদুল। এই অফ স্পিনারকে উইকেট থেকে বেরিয়ে এসে মারার চেষ্টায় টাইমিংয়ে গড়বড় করে ক্যাচ দেন তিনি শর্ট থার্ড ম্যানে।
জোড়া ধাক্কার পর উইকেটে নেমেই আক্রমণ শুরু করেন সোহান। শরিফুলকে টানা দুই বলে মারেন ছক্কা। পরের ওভারে মনির হোসেনকে একটি ছক্কায় ওড়ানোর পর মারেন চার। রুবেলকে ছক্কা মেরে নিশ্চিত করেন জয়।
এর আগে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের দিনের প্রথম ম্যাচ শেষ হতে পারেনি বৃষ্টির জন্য। টস হেরে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৪ উইকেটে ৭৩ রান করে গাজী। আগামী সোমবার রিজার্ভ ডেতে এখান থেকেই শুরু হবে সুপার লিগের এই ম্যাচটি।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক: ২০ ওভারে ১৬৪/৩ (রনি ১১, রুবেল ২১, এনামুল ২৭, মিঠুন ৬৭*, রকিবুল ৩৪*; ইবাদত ৪-০-৩৫-০, সোহরাওয়ার্দি ৪-০-২৩-০, ইলিয়াস সানি ৪-০-২৯-২, সাকিল ৪-০-৪৭-০, জিয়াউর ৪-০-২৯-১)
শেখ জামাল: ১৮.১ ওভারে ১৬৫/৩ (সৈকত ৬০, আশরাফুল ৫, ইমরুল ৪৪, সোহান ৪৪*, তানভির ৭*; রুবেল ৩.১-০-৩৬-১, শরিফুল ৩-০-২৮-১, নাহিদুল ৪-০-২৩-১, মনির ৩-০-২৩-০, মুস্তাফিজুর ৩-০-৩৭-০, কাপালী ২-০-১৭-০)।
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: সৈকত আলি।
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
রানের বন্যা বইয়ে সেরার লড়াইয়ে বেয়ারস্টো- মিচেল-রুট
-
ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
-
পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ‘প্রস্তাব পেয়েছিলেন’ শেহজাদ
-
টি-টোয়েন্টিতে বিবর্ণ লিটন পাশে পাচ্ছেন অধিনায়ককে
-
মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
-
লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
-
এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে