১৫ উইকেটের দিনে উইন্ডিজ ১৪৯, প্রোটিয়াদের লিড ১৪৯

কন্ডিশন-উইকেট প্রথম দিনের মতো পেস সহায়ক নয়। মেলেনি খুব বেশি সুইং-সিম মুভমেন্ট। বোলিংও হয়নি খুব ভয়ঙ্কর। কিন্তু ব্যাটসম্যানরা যখন আত্মঘাতী শটের প্রতিযোগিতায় নামেন, অন্য কিছু আর কী প্রয়োজন! দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেট হারাল দ্রুত। বাজে শটের প্রতিযোগিতায় তাদেরকে হারিয়ে দিয়ে ক্যারিবিয়ানরা অলআউট দেড়শর আগেই!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2021, 03:49 AM
Updated : 20 June 2021, 06:34 AM

সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার লিডও ঠিক ১৪৯।

দক্ষিণ আফ্রিকার পাঁচ বোলার ভাগাভাগি করে নেন ক্যারিবিয়ানদের ১০ উইকেট। শেষ দিকে ১ রানে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার পেস বোলিং অলরাউন্ডান ভিয়ান মুল্ডার।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করতে পারে ২৯৮। টানা দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে কুইন্টন ডি কক আউট হয়ে যান ৯৬ রানে।

৫ উইকেটে ২১৮ রান নিয়ে শনিবার দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। মুল্ডার, কেশভ মহারাজরা খুব লম্বা সময় সঙ্গ দিতে পারেননি ডি কককে। এই কিপার-ব্যাটার নিজেও টিকতে পারেননি শেষ পর্যন্ত।

আগের টেস্টে ১৪৯ রানের ইনিংস খেলা ডি কক সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন এবারও। কিন্তু ৯৬ রানে আউট হন আলগা শটে। কাইল মেয়ার্সের বেশ বাইরের বল তার ব্যাটের কানা নিয়ে কিপার জশুয়া দা সিলভার গ্লাভস ছুঁয়ে যায় স্লিপের হাতে।

এরপর লোয়ার অর্ডারে কাগিসো রাবাদা ২১ রানের ইনিংস খেলেন, দক্ষিণ আফ্রিকা তবু ছুঁতে পারেনি ৩০০।

আগের ৫ টেস্ট মিলিয়ে ৪ উইকেট নেওয়া মেয়ার্স এবার নেন ২৮ রানে ৩ উইকেট।

৪ রানের জন্য টানা দ্বিতীয় সেঞ্চুরি পাননি কুইন্টন ডি কক। ছবি : ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

ক্যারিবিয়ানদের বোলিংয়ের আনন্দ উবে যায় ব্যাটিংয়ে নেমেই। ইনিংসের প্রথম বলেই কাগিসো রাবাদার শিকার ক্রেইগ ব্র্যাথওয়েট। তার ক্যারিয়ারের ১৪তম ‘ডাক’ এটি, তবে ‘গোল্ডেন ডাক’ প্রথম।

আরেক ওপেনার কাইরান পাওয়েলকেও দ্রুত ফেরান লুঙ্গি এনগিডি। আনরিক নরকিয়া আক্রমণে এসে থামান রোস্টন চেইসকে, শর্ট লেগে দুর্দান্ত ক্যাচ নেন কাইল ভেরেইন।

৩০ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা আর সেভাবে সামাল দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে থিতু হতে পারেন কেবল দুইজন। তাদের কেউও ছুঁতে পারেননি ফিফটি। ৪৩ রান করা শেই হোপ স্টাম্পে টেনে আনেন এনগিডির বল। ৪৯ রানে জার্মেইন ব্ল্যাকউড আউট হন মহারাজকে সুইপ করতে গিয়ে।

মুল্ডার ছেটে দেন ক্যারিবিয়ানদের লেজ। ৬ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারায় তারা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন ২১৮/৫) ১১২.৪ ওভারে ২৯৮ (ডি কক ৯৬, মুল্ডার ৮, মহারাজ ১২, রাবাদা ২১*, নরকিয়া ১, এনগিডি ১; রোচ ২১.৪-৬-৪৫-৩, গ্যাব্রিয়েল ১৬-৪-৬৫-২, সিলস ১৯-৪-৪৪-১, হোল্ডার ২১-৫-৪৭-১, চেইস ১৫-৪-২৬-০ মেয়ার্স ১৫-৬-২৮-৩, ব্র্যাথওয়েট ৫-০-১৪-০)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫৪ ওভারে ১৪৯ (ব্র্যাথওয়েট ০, পাওয়েল ৫, হোপ ৪৩, চেইস ৪, মেয়ার্স ১২, ব্ল্যাকউড ৪৯, হোল্ডার ১০, জশুয়া ৭, রোচ ১, সিলস ০, গ্যাব্রিয়েল ০*; রাবাদা ১৩-৬-২৪-২, এনগিডি ৭-০-২৭-২, নরকিয়া ১২-০-৪১-১, মহারাজ ১৮-২-৪৭-২, মুল্ডার ৪-৩-১-৩)।