কোহলিকে আটকানোর ফাঁদ দেখালেন স্টেইন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2021 11:35 AM BdST Updated: 18 Jun 2021 11:35 AM BdST
বিশ্বজুড়ে বোলারদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত উইকেটগুলোর একটি বিরাট কোহলি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউ জিল্যান্ডের বোলারদেরও চাওয়া থাকবে ভারতীয় অধিনায়ককে দ্রুত ফেরানো। কিন্তু কাজটা তো সহজ নয়! সেই কঠিন কাজটাই সফলভাবে করার একটি পথ বাতলে দিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলিং গ্রেট ডেল স্টেইন।
কোহলির উইকেট শিকারের ক্ষেত্রে সাধারণত ফুল লেংথে অফ স্টাম্প বা অফ স্টাম্প ঘেঁষা ডেলিভারিই লক্ষ্য থাকে বোলারদের। সেখান থেকে বল হালকা বাইরে সুইং করিয়ে ব্যাটের কানা নেওয়া কিংবা ভেতরে ঢুকিয়ে বোল্ড বা এলবিডব্লিউ করানোর চেষ্টা থাকে।
স্টেইনের মূল ভাবনাও তেমনই। তবে সেটা কার্যকর করার জন্য তিনি সাজাতে চান একটি ফাঁদ। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় প্রোটিয়া কিংবদন্তি তুলে ধরলেন তার সেই পরিকল্পনা।
“ আমি অবশ্যই চাইব, তার জন্য শর্ট লেগে একজন ফিল্ডার রাখতে। তাকে বার্তা দিতে চাইব যে আমি তার দিকে তেড়ে আসছি, তার শরীর তাক করে বল করব। তাকে বোঝাতে চাইব যে অনেক গতিতে তাকে বল করব এবং চাইব যেন সে পুল শট খেলার চেষ্টা করে, কারণ আমার মতে, সেটি তার মূল পরিকল্পনায় থাকে না।”
“যদিও জানি, সে পুল শটও ভালো খেলে। তার পরও চাইব, সে যেন এভাবেই ভাবে যে তাকে শর্ট বল করব। এরপর বল সামনে পিচ করাব (ফুল লেংথ) এবং সেখান থেকে বোল্ড, এলবিডব্লিউ বা কট বিহাইন্ড করানোর চেষ্টা করব।”
স্টেইন নিজে অবশ্য তার ক্যারিয়ারে খুব বেশিবার পাননি কোহলিকে আউট করার স্বাদ। মুখোমুখি ২৩ লড়াইয়ে ভারতীয় ব্যাটসম্যানকে তিনি ফিরিয়েছেন চারবার।
শুক্রবার থেকে সাউথ্যাম্পটনে শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
-
আড়ালের ছবিগুলো হৃদয় গহীনেই রাখছেন লিটন
-
মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
-
‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
-
সমালোচনাকে আর পাত্তা দেন না লিটন
-
মুশফিকের সঙ্গে জুটির রসায়ন নিয়ে লিটন
-
প্রচুর অনুশীলন করে সফল রাজিথা
-
‘যেখানে আছি, ভালো আছি’, ব্যাটিং পজিশন নিয়ে লিটন
-
ইবাদত, খালেদকে আরও দায়িত্ব নিতে বললেন লিটন
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে