ফিনিশারের ভূমিকায় আবাহনীর নায়ক নাঈম
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2021 07:01 PM BdST Updated: 17 Jun 2021 07:01 PM BdST
-
ছয়ে নেমে ১৯ বলে অপরাজিত ৩৯ করে আবাহনীর নায়ক মোহাম্মদ নাঈম শেখ।
মুক্তার আলির স্লোয়ার ডেলিভারি ছক্কায় ওড়ানোর চেষ্টায় মোহাম্মদ নাঈম শেখের টাইমিংয়ে গড়বড়। লং অফ থেকে সামনের দিকে ছুটে ক্যাচ নেওয়ার চেষ্টা করলেন সানজামুল ইসলাম। কিন্তু তার হাতে লেগেও বল পড়ল মাটিতে। রূপগঞ্জের কাছ থেকে ম্যাচটাও যেন ফসকে গেল ওখানেই। দুর্দান্ত ফিনিশিংয়ে সেই নাঈমই জেতালেন আবাহনীকে। এই ম্যাচের হার রূপগঞ্জকে ঠেলে দিল রেলিগেশনের লড়াইয়ে।
ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ওভারে নিষ্পত্তি হওয়া ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আবাহনী লিমিটেডের জয় ৫ উইকেটে।
এমনিতে টপ অর্ডার ব্যাটসম্যান হলেও এ দিন ফিনিশারের ভূমিকায় খেলে নায়ক নাঈম। ছয়ে নেমে তার ১৯ বলে ৩৯ রানের ইনিংসটিই ম্যাচে গড়ে দেয় ব্যবধান।
শেষের আগের ওভারে সানজামুল ক্যাচটি নিতে পারলে নাঈম আউট হতেন ১৪ বলে ২২ করে। আবাহনীর তখনও প্রয়োজন ছিল ১৯ রান। সেখানে নাঈম একাই ১৭ করেন জীবন পেয়ে।
এই ম্যাচ জিতলে প্রিমিয়ারে টিকে থাকা নিশ্চিত হয়ে যেত রূপগঞ্জের। ক্যাচ হাতছাড়া ও শেষ দিকে মোহাম্মদ শহিদের আলগা বোলিংয়ে শেষ হয়ে যায় তাদের আশা। প্রিমিয়ারে টিকে থাকতে তাদের লড়াই এখন ওল্ড ডিওএইচএসের সঙ্গে।
শেষ তিন ওভারে যখন প্রয়োজন ৩৮ রান, শহিদের বোলিংয়ে নাঈমের ছক্কা ও মোহাম্মদ সাইফ উদ্দিনের বাউন্ডারিতে ওভার থেকে আসে ১৬ রান। শেষ ওভারে প্রয়োজন পড়ে ১০ রানে। আবারও বোলিংয়ে শহিদ। এবার প্রথম বলে সিঙ্গেল নেন সাইফ, পরের বলে নাঈম নেন দুই রান। তৃতীয় বলে ওয়াইড লং অন দিয়ে ছক্কায় ওড়ান নাঈম। পরের পরে সিঙ্গেলে ধরা দেয় জয়।
১৬৪ রান তাড়ায় আবাহনীর হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। তবে একটু করে অবদান রাখেন সবাই। ওপেনিংয়ে মুনিম শাহরিয়ার ১৭ রানে জীবন পেয়ে আউট হন ১৬ বলে ২২ করে। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ১৯ বলে ২৯।
তিনে নেমে অধিনায়ক মুশফিকুর রহিম ১৮ বলে ২০ করে এলবিডব্লিউ হন সানজামুলকে রিভার্স সুইপ খেলার চেষ্টায়। বিস্ময়করভাবে, লিগের ১১ ম্যাচে এই প্রথম এলবিডব্লিউ হলেন আবাহনীর কোনো ব্যাটসম্যান।
১২ বলে ২১ রানের ইনিংসের পথে আফিফ হোসেন খেলেন নান্দনিক কয়েকটি ড্রাইভ। মোসাদ্দেক হোসেন একটি ছক্কা মেরে আউট হয়ে যান ১১ বলে ১৫ করে।
মোসাদ্দেক আউট হওয়ার সময় আবাহনীর প্রয়োজন ছিল ২৯ বলে ৫১। নাঈমের দারুণ ব্যাটিংয়ে দুই বল আগেই শেষ হয় ম্যাচ। তাকে সঙ্গ দেন আরেক বাঁহাতি সাইফ উদ্দিন।
ম্যাচের প্রথম ভাগে টস জিতে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জ শুরু করে আগ্রাসী ব্যাটিংয়ে। ওপেন করতে নেমে সেই আগ্রাসনের নেতৃত্ব দেন জাকের আলি। দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়ে তোলেন সাব্বির রহমানের সঙ্গে। ৬ ওভার শেষে বৃষ্টিতে বন্ধ হয় খেলা, ম্যাচ নেমে আসে ১৮ ওভারে।
দুটি করে চার ও ছক্কায় ২৭ বলে ৩৫ করে বিদায় নেন সাব্বির। জাকের থামেন ৪২ বলে ৫২ রানে। টি-টোয়েন্টিতে আগে ২৭ ম্যাচ খেলে তার সর্বোচ্চ ছিল ২৭।
শেষ দিকে মোহাম্মদ আল আমিন ১৪ বলে করেন ২৬। মুক্তার আলির ব্যাট থেকে আসে ৫ বলে অপরাজিত ১৪। তাতে রূপগঞ্জ পায় লড়ার পুঁজি।
লড়াই জমেও ওঠে। কিন্তু পার্থক্য গড়ে দেন নাঈম।
সংক্ষিপ্ত স্কোর:
রূপগঞ্জ: ১৮ ওভারে ১৬২/৫ (মারুফ ৮, জাকের ৫২, সাব্বির ৩৫, সোহাগ ১, আল আমিন ২৬, নাঈম ১৬*, মুক্তার ১৪*; সাইফ উদ্দিন ৪-০-৩৬-২, মেহেদি রানা ৪-০-৩৭-৩, তানজিম ৪-০-৩৭-০, আরাফাত সানি ৩-০-১৯-০, তাইজুল ৩-০-৩০-০)।
আবাহনী: (লক্ষ্য ১৮ ওভারে ১৬৪) ১৭.৪ ওভারে ১৬৪/৫ (শান্ত ২৯, মুনিম ২২, মুশফিক ২০, আফিফ ২১, মোসাদ্দেক ১৫, নাঈম শেখ ৩৯*, সাইফ উদ্দিন ১৪*; নাবিল ৪-০-৩৪-১, সোহাগ ৩-০-২৩-০, শহিদ ৩.৪-০-৪০-২, অনিক ১-০-১৮-০, মুক্তার ৪-০-৩০-১, সানজামুল ২-০-১৯-১ )।
ফল: ডিএলএস পদ্ধতিতে আবাহনী লিমিটেড ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ সাইফ উদ্দিন।
-
ম্যাচ বাঁচানোর লড়াইয়ে লিটন-সাকিব
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল