বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, রেলিগেশন লিগ এড়াল শাইনপুকুর

ঝড়ো শুরু করেছিলেন তানজিদ হাসান। তিনি কত দূর যেতেন জানতে দিলো না বৃষ্টি। বিকেএসপিতে পরিত্যক্ত হয়ে গেছে শাইনপুকুর ও পারটেক্সের ম্যাচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 12:11 PM
Updated : 17 June 2021, 12:11 PM

এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে রেলিগেশন লিগ এড়িয়েছে তারুণ্য নির্ভর দল শাইনপুকুর। টানা ১০ ম্যাচে হারের পর এই প্রথম পয়েন্ট পেয়েছে পারটেক্স।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলা এই দুই দলের লড়াই হয়েছে কেবল ৫ ওভার। এরপরই বৃষ্টি দেয় হানা। খেলা সম্ভব হয়নি আর।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাটিং নেয় শাইনপুকুর। তানজিদের ব্যাটে উড়ন্ত সূচনা পায় দলটি।

প্রথম ওভারেই জয়নুলকে টানা দুই চার মারেন তানজিদ। সুব্রত শেখরকে চারের পর ওড়ান ছক্কায়। আরেক ওপেনার সাব্বির হোসেন টিকতে পারেননি বেশিক্ষণ। ৫ বলে ৬ রান করা এই ব্যাটসম্যানকে দ্রুত ফেরান শাহাদাত হোসেন।

পরের ওভার শেষেই নামে বৃষ্টি। তানজিদ তখন খেলছিলেন চারটি চার ও এক ছক্কায় ২০ বলে ২৯ রানে।

লিগে ১১ ম্যাচ শেষে চারটি জয়, ছয়টি হার ও এক ম্যাচ পরিত্যক্ত নিয়ে ৯ পয়েন্ট শাইনপুকুরের। লিগ শেষ করেছে তারা পয়েন্ট টেবিলের আটে থেকে। আর এক পয়েন্ট নিয়ে সবার শেষে পারটেক্স। রেলিগেশন লিগে তাদের সঙ্গী ওল্ড ডিওএইচএস ও লেজেন্ডস অব রূপগঞ্জ।

সংক্ষিপ্ত স্কোর:

শাইনপুকুর: ৫ ওভারে ৩৯/১ (তানজিদ ২৯*, সাব্বির ৬, মাহিদুল ২*; জয়নুল ২-০-১৭-০, শাহাদাত ২-০-১০-১, সুব্রত ১-১২-০)।

ফল: ম্যাচ পরিত্যক্ত।