ব্রাদার্সের ব্যাটিং দেখে বোঝাই কঠিন, খেলাটি টি-টোয়েন্টি। শেষ ওভারে আলাউদ্দিন বাবুর তিন বাউন্ডারি যা একটু উত্তেজনা ছড়াল। পরে ম্যাচের দ্বিতীয় ভাগেও লড়াইটি হয়ে দাঁড়াল যেন আলাউদ্দিন বনাম প্রাইম ব্যাংক। কিন্তু একার লড়াইয়ে আর কতটাই বা পারা যায়! ম্যাচের সেরা ব্রাদার্সের আলাউদ্দিনই, কিন্তু প্রাইম ব্যাংক জিতল অনায়াসেই।
Published : 16 Jun 2021, 02:09 PM
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ব্রাদার্স ইউনিয়নকে ৬ উইকেট হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার ব্রাদার্স ৯.১ ওভারে ২ উইকেটে ৪৪ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরে ম্যাচ নেমে আসে ১২ ওভারে। ব্রাদার্স করতে পারে ৭৪। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১২ ওভারে প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ৮৪। তারা জিতে যায় দুই বল বাকি রেখে।
টস হেরে ব্যাটিংয়ে নামা ব্রাদার্সের শুরুটা টি-টোয়েন্টি ঘরানারই ছিল। ২ ওভারে রান আসে ১৮। শরিফুল ইসলামকে মাথার ওপর দিয়ে দারুণ ছক্কা মারেন মিজানুর রহমান।
তৃতীয় ওভারে মিজানুর আউট হওয়ার পর থেকে থমকে যায় ব্রাদার্সের রানের গতি। পাওয়ার প্লেতে রান আসে কেবল ৩১। এরপরও আরও মন্থর।
তিনে নামা নুরুজ্জামান নয়ন ১ রানে জীবন পেয়ে ৫ রানে আউট হন ১৭ বল খেলে। অভিজ্ঞ জুনায়েদ সিদ্দিক ২৪ রান করতে খেলেন ২৮ বল।
শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে তিন বাউন্ডারিতে রান একটু বাড়ান আলাউদ্দিন বাবু (৫ বলে ১৪*)।
অধিনায়ক এনামুল হক তিনে নেমে পাল্টা আক্রমণে সরিয়ে দেন চাপ। মানিক খানকে বলে কাট করে বাউন্ডারির পর চোখধাঁধানো এক ফ্লিকে বল ফেলেন গ্র্যান্ড স্ট্যান্ডে। তবে এনামুলকেও (৮ বলে ১৫) বেশিক্ষণ টিকতে দেননি আলাউদ্দিন।
এরপর তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের ৪৮ রানের জুটি প্রাইম ব্যাংকে নিয়ে যায় জয়ের কাছে।
আলাউদ্দিন পরের স্পেলে ফিরে থামান তামিমকে (২৬ বলে ২৯)। জয়ের দুয়ারে গিয়ে আউট হনও মিঠুনও (২২ বলে ২৮)। তবে প্রাইম ব্যাংকের জিততে সমস্যা হয়নি।
সংক্ষিপ্ত স্কোর :
ব্রাদার্স: ১২ ওভারে ৭৪/৩ (মিজানুর ১৩, জুনায়েদ ২৪, নুরুজ্জামান ৫, মায়শুকুর ১৫*, আলাউদ্দিন ১৪*; রুবেল ২-০-১৩-০, শরিফুল ৪-০-২৪-৩, নাহিদুল ২-০-৪-১, নাঈম ২-০-১০-০, মুস্তাফিজ ২.৫-০-২২-০, অলক ০.১-০-১-০)।
প্রাইম ব্যাংক: (লক্ষ্য ১২ ওভারে ৮৪) ১১.৪ ওভারে ৮৪/৪ (তামিম ২৯, রনি ০, এনামুল ১৫, মিঠুন ২৮, রুবেল ৪*, অলক ৫*; আলাউদ্দিন ৩-০-১৯-৩, মানিক ২.৪-০-১৯-০, মেহেদি ২-০-১৪-০, গাফফার ২-০-১৮-০, রাহাতুল ২-০-১৪-১)।
ফল : প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ডিএলএস পদ্ধতিতে ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ : আলাউদ্দিন বাবু।