ফাইনালের নিউ জিল্যান্ড দলে এজাজ প্যাটেল

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন এজাজ প্যাটেল। মিচেল স্যান্টনারকে পেছনে ফেলে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিউ জিল্যান্ড দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 01:33 PM
Updated : 15 June 2021, 01:33 PM

ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা ড্যারিল মিচেলের ফাইনালের দলে জায়গা হয়নি। বাদ পড়েছেন ডগ ব্রেসওয়েল, জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্রও। এই তিন জন ইংল্যান্ড সিরিজে দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি।

বাঁহাতি স্পিনার প্যাটেল এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ম্যাচে ২৩ ওভার বোলিং করে ৫৯ রানে নেন ৪ উইকেট, ৮ উইকেটের জয়ে নিউ জিল্যান্ড সিরিজ জেতে ১-০ ব্যবধানে। আরেক বাঁহাতি স্যান্টনার লর্ডসে প্রথম টেস্টে ২৩ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন। তজর্নী কেটে যাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি।

উইকেটকিপার বিজে ওয়াটলিংয়ের কাভার হিসেবে ১৫ জনের দলে আছেন টম ব্লান্ডেল। পিঠের চোটে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি ওয়াটলিং, সুযোগ পেয়েছিলেন ব্লান্ডেল।

কনুইয়ের চোটে ওই টেস্টে খেলতে পারেননি অধিনায়ক কেন উইলিয়ামসনও। ভারতের বিপক্ষে ম্যাচের আগে তারা দুজনই সেরে উঠবেন বলে আশাবাদী নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড।

আগামী শুক্রবার সাউথ্যাম্পটনে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

নিউ জিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়্যাগনার, বিজে ওয়াটলিং, উইল ইয়াং।