টেস্ট চ্যাম্পিয়নশিপ: কে কত পাচ্ছে?

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরুর তিন দিন আগে প্রতিযোগিতাটির প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। ফাইনালে জয়ী দল পাবে ১৬ লাখ ডলার। সঙ্গে তাদের দেওয়া হবে একটি ট্রফি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2021, 03:24 PM
Updated : 14 June 2021, 03:24 PM

এক বিজ্ঞপ্তিতে সোমবার এই প্রতিযোগিতায় অংশ নেওয়া নয় দলের জন্যই পুরস্কার রাখার কথা নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

রানার্স-আপ হওয়া দলের জন্য থাকছে ৮ লাখ ডলার। তবে কোনো কারণে ম্যাচটি ড্র হলে মোট ২৪ লাখ ডলার ভাগ করে নেবে ফাইনালের দল ভারত ও নিউ জিল্যান্ড।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। তারা পাচ্ছে সাড়ে চার লাখ ডলার। চতুর্থ হওয়া ইংল্যান্ডের প্রাপ্তি সাড়ে তিন লাখ ডলার। পঞ্চম হওয়া পাকিস্তানে পাবে ২ লাখ ডলার।

শেষ চার দল দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ পাবে এক লাখ ডলার করে।

গত দুই বছরের চক্রে নানা চ্যালেঞ্জ পেরিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত ও নিউ জিল্যান্ড। আগামী ১৮ জুন সাউথ্যাম্পটনে শুরু হবে মানুষের আগ্রহের কেন্দ্রে থাকা ম্যাচটি।