শূন্যতে ফেরানোর রাজা অ্যান্ডারসন

সাফল্যে মোড়ানো ক্যারিয়ারে কীর্তির অভাব নেই জেমস অ্যান্ডারসনের। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সংখ্যক টেস্ট খেলার অনন্য কীর্তির ম্যাচে নাম লেখালেন তিনি রেকর্ডের আরেকটি পাতায়। লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যাটসম্যানকে শূন্য রানে ফেরানো বোলার এখন এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2021, 04:43 PM
Updated : 12 June 2021, 04:43 PM

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন শনিবার এই মাইলফলক স্পর্শ করেন অ্যান্ডারসন। নিউ জিল্যান্ডের নিল ওয়্যাগনারকে শূন্য রানে বোল্ড করে দেন তিনি। এই নিয়ে ১০৫ জন ব্যাটসম্যানকে শূন্য রানে ফেরালেন অভিজ্ঞ এই বোলার।

১০৪ ব্যাটসম্যানকে শূন্যতে ফিরিয়ে এতদিন যৌথভাবে রেকর্ডটি ছিল গ্লেন ম্যাকগ্রা ও অ্যান্ডারসনের। এবার অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসারকে ছাড়িয়ে তা নিজের করে নিলেন ইংলিশ এই পেসার।

এই তালিকায় পরে আছেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি দুই বোলার শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন। অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ও শ্রীলঙ্কান অফ স্পিনার দুইজনেই ১০২ জন ব্যাটসম্যানকে আউট করেছেন শূন্য রানে।

এই চার জন ছাড়া একশর উপরে ব্যাটসম্যানকে শূন্যের তেতো স্বাদ দিতে পারেননি কেউ। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন রানের খাতা খোলার আগে আউট করেছেন ৮৩ জনকে।