অবশেষে হাসল তানজিদের ব্যাট
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2021 01:23 PM BdST Updated: 11 Jun 2021 02:34 PM BdST
-
শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ফাইল ছবি
ভালো শুরুটা বড় করতে পারছিলেন না। ব্যাটেও ছিল না চেনা ধার। অবশেষে যেন গা ঝাড়া দিলেন তানজিদ হাসান। রানের জন্য অন্যরা যেখানে সংগ্রাম করলেন সেখানে খেললেন অনায়াসে। অপরাজিত ফিফটিতে গড়ে দিলেন ব্যবধান। তার দৃঢ়তায় ওল্ড ডিওএইচএসকে হারাল শাইনপুকুর।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শুক্রবার ৭ উইকেটে জিতেছে শাইনপুকুর। মোহাম্মদ রাকিবের ফিফটিতে ওল্ড ডিওএইচএস করতে পারে কেবল ৬ উইকেটে ১১৯ রান।
তানজিদের ক্যারিয়ার সেরা ইনিংসের পরও সেই রান পেরিয়ে যেতে শাইনপুকুরের খেলতে হয় ২০তম ওভার পর্যন্ত।
আগের সেরা ৭২ ছাড়িয়ে তানজিদ অপরাজিত থাকেন ৭৯ রানে। বাঁহাতি এই ওপেনারের ৫৯ বলের ইনিংসে তিনটি ছক্কার পাশে সাতটি চার।
আগের ছয় ম্যাচের একটিতে তানজিদ ফিরেন শূন্য রানে। অন্য পাঁচটিতে পান ভালো শুরু। কিন্তু কোনোবারই ছাড়াতে পারেননি ত্রিশের ঘর। এবার ফিরলেন দলকে জিতিয়েই।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ ওভারের মধ্যে দুই ওপেনার শানাজ আহমেদ ও আনিসুল ইসলামকে হারায় ওল্ড ডিওএইচএস।
তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন মাহমুদুল হাসান জয় ও রাকিব। তবে রানের গতিতে দম দিতে পারেননি তারা। তিন চারে ১৯ বলে ২১ রান করা মাহমুদুলকে ফিরিয়ে ৪৩ রানের জুটি ভাঙেন সুমন খান।
রাকিব টিকে ছিলেন শেষ পর্যন্ত। মন্থর ব্যাটিংয়ে ৫৭ বলে চারটি চার ও এক ছক্কায় তিনি করেন ৫৬ রান। রাকিব ও মাহমুদুল ছাড়া আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে।
শাইনপুকুরের সুমন ও মৃত্যুঞ্জয় চৌধুরি নেন দুটি করে উইকেট।
রান তাড়ায় শুরুতেই রবিউল ইসলাম রবিকে হারায় শাইনপুকুর। তবে তৌহিদ হৃদয়ের সঙ্গে ৯৭ রানের জুটিতে দলকে জয়ের পথে নিয়ে যান তানজিদ। দুই ব্যাটসম্যানেই খেলেছেন এক-দুই নিয়ে। নিজের জোনে পেলে মেরেছেন বাউন্ডারি।
রান রেটের কোনো চাপ ছিল না। সময় নিয়ে থিতু হতে পেরেছেন দুই ব্যাটসম্যান। কাজ শেষ করে আসতে পারেননি শাইনপুকুর অধিনায়ক। তিন চারে ৩২ বলে ২৮ রান করে বোল্ড হন আসাদুজ্জামান পায়েলের বলে। বোল্ড হয়ে দ্রুত ফিরেন মাহিদুল ইসলাম অঙ্কন।
সাজ্জাদুল হককে নিয়ে কাজ শেষ করে ফিরেন তানজিদ। ক্যারিয়ার সেরা ইনিংসে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
৭ ম্যাচে এটি শাইনপুকুরের দ্বিতীয় জয়, ওল্ড ডিওএইচএসের চতুর্থ হার। ৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে হৃদয়ের দল। ৫ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে ওল্ড ডিওএইচএস।
সংক্ষিপ্ত স্কোর:
ওল্ড ডিওএইচএস: ২০ ওভারে ১১৯/৬ (আনিসুল ৯, শানাজ ৭, মাহমুদুল ২১, রাকিব ৫৬*, রায়ান ৯, মিনহাজুল ১, মোহাইমিনুল ৪, আল ইসলাম ৩*; মুরাদ ৪-০-১০-১, তানভির ৪-০-২১-১, সুমন ৪-০-২৪-২, মোহর ৪-০-৩১-০, মৃত্যুঞ্জয় ৪-০-৩০-২)।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ১৯.১ ওভারে ১২০/৩ (তানজিদ ৭৯*, রবি ২, হৃদয় ২৮, মাহিদুল ৫, সাজ্জাদুল ৪*; রকিবুল ৪-০-২৬-১, আল ইসলাম ৪-০-১৪-০, মোহাইমিনুল ৩-০-২০-০, হামিদুল ২.১-০-১৭-০, রায়ান ২-০-২৪-০, পায়েল ৪-০-১৮-২)।
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: তানজিদ হাসান।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন