ফিফটির পর রাহাতুলের ৪ উইকেট, ব্রাদার্সের জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2021 06:41 PM BdST Updated: 08 Jun 2021 07:45 PM BdST
৫৭ রানে নেই ৬ উইকেট, দলের এমন বিপদে ব্যাট হাতে ত্রাতা হয়ে এলেন রাহাতুল ফেরদৌস। ছয় নম্বরে নেমে করলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। ব্রাদার্স ইউনিয়নকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। পারটেক্সকে হারাতে পরে বল হাতেও রাখলেন বড় অবদান।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে মঙ্গলবার ৩৩ রানে জিতেছে ব্রাদার্স ইউনিয়ন। পাঁচ ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। অন্য দিকে পারটেক্সের টানা পঞ্চম হার।
বিকেএসপির তিন নম্বর মাঠে রাহাতুলের দৃঢ়তায় ৮ উকেটে ১৪৭ রান করে ব্রাদার্স। রাহাতুলেরই দারুণ বোলিংয়ে ১১৪ রানে গুটিয়ে যায় পারটেক্স।
৪৪ বলে তিন চার ও দুই ছক্কায় ৫৪ রান করেন রাহাতুল। পরে বোলিংয়ে ৩৪ রানে নেন ৪ উইকেট। দুটিই তার ক্যারিয়ার সেরা। এই পারফরম্যান্সের পর ম্যাচ সেরার পুরস্কারের জন্য কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মিজানুর রহমানকে হারায় ব্রাদার্স। প্রথম তিন ব্যাটসম্যানের কেউ যেতে পারেননি দুই অঙ্কে। একটু লড়াই করে একটি করে ছক্কা চারে ১৭ রান করেন মাইশুকুর রহমান।
হাবিবুর রহমান ও আলাউদ্দিন বাবু দ্রুত ফিরলে ১১ ওভার পর ব্রাদার্সের স্কোর হয় ৫৭/৬। সেখান থেকে দলকে দেড়শ রানের কাছে নিয়ে যাওয়ায় বড় অবদান রাহাতুলের। পান নাঈম ইসলাম জুনিয়রের দারুণ সঙ্গ।
দুই জনে সপ্তম উইকেটে গড়েন ৭৮ রানের জুটি। চারটি চারে ২১ বলে ৩৪ রান করে নাঈম জুনিয়র ফিরলে ভাঙে জুটি। শেষ ওভারে রান আউট হয়ে থামেন রাহাতুল।
রান তাড়ায় দ্বিতীয় বলে আব্বাস মুসা আলভিকে হারায় পারটেক্স। একটি ছক্কা মেরে ফিরে যান আরেক ওপেনার সায়েম আলম। তাসামুল হক, হাবিবুর রহমান ফিরে যান দ্রুত। ১৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে পারটেক্স।
মিডল অর্ডারে রাহাতুলের ছোবলের মধ্যে কিছুটা লড়াই করেন ধীমান ঘোষ। পনেরর বেশি রান করতে পেরেছেন কেবল তিনিই। ৩৭ বলে ৫ চার ও এক ছক্কায় ৪৪ রান করে তিনি বোল্ড হন সুজন হাওলাদারের বলে।
সংক্ষিপ্ত স্কোর:
ব্রাদার্স: ২০ ওভারে ১৪৭/৮ (মিজানুর ৪, জুনায়েদ ৭, জাহিদুজ্জামান ৮, মাইশুকুর ১৭, হাবিবুর ৬, রাহাতুল ৫৪, আলাউদ্দিন ১, নাঈম জুনিয়র ৩৪, সুজন ৫*, সজিব ২*; জয়নুল ৪-০-৩২-২, তাসামুল ৪-০-১৮-২, শাহাদাত ৪-০-২৬-২, রাজিবুল ৩-০-২২-০, জুবায়ের ৩-০-২৫-০, মেহরাব ২-০-২০-১)
পারটেক্স: ১৯.৫ ওভারে ১১৪ (মুসা ০, সায়েম ১১, তাসামুল ৭, জনি ১, ধিমান ৪৪, মিলন ১০, রাজিবুল ১৪, মেহরাব ৮, জয়নুল ৬, শাহাদাত ৪, জুবায়ের ৮*; সজিব ৪-০-১৩-২, হাবিবুর ২-০-৭-১, রাহাতুল ৪-০-৩৪-৪, আলাউদ্দিন ৩-০-১৭-১, নাঈম জুনিয়র ৩-০-১৫-০, মানিক ১-০-১১-০, সুজন ২.৫-০-১৭-২)।
ফল: ব্রাদার্স ইউনিয়ন ৩৩ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: রাহাতুল ফেরদৌস।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন