আয়ারল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ নেদারল্যান্ডসের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jun 2021 09:48 PM BdST Updated: 07 Jun 2021 11:50 PM BdST
-
৭৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা স্টেফান মাইবার্গ। ছবি: ক্রিকেট নেদারল্যান্ডস
নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা থাকল নাগালে। দারুণ ব্যাটিংয়ে দলকে পথ দেখালেন স্টেফান মাইবার্গ। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ফিফটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল নেদারল্যান্ডস।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে সোমবার ডাচরা জিতেছে ৪ উইকেটে। শেষ ওভারে আইরিশরা অলআউট হয় ১৬৩ রানে। নেদারল্যান্ডস তা পেরিয়ে যায় ২৫ বল বাকি থাকতে।
তিন ম্যাচের সিরিজটি নেদারল্যান্ডস জিতল ২-১ ব্যবধানে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে তারা পেল আরও ১০ পয়েন্ট।
বোলারদের জন্য বেশ সহায়তা আছে এমন উইকেটে ১১১ বলে ৭৪ রান করেন ডাচ ওপেনার মাইবার্গ। তার ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া ইনিংসে ৬ চারের পাশে ৩ ছক্কা।
ফন ডার মারউই ও রায়ান টেন ডেসকাটের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই খেলতে নেমে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের অনির্বচনীয় স্বাদ পেল নেদারল্যান্ডস।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। প্রথম ওভারেই বিদায় নেন কেভিন ও’ব্রায়েন। টেকেননি পল স্টারলিং ও অ্যান্ডি বালবার্নি। ২৮ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট।
সেখান থেকে দলকে টানেন হ্যারি টেক্টর এবং জর্জ ডকরেল। চতুর্থ উইকেট জুটিতে দুজন যোগ করেন ৮৯ রান। ৪০ রানে ডকরেলকে ফিরিয়ে জুটি ভাঙেন লোগান ফন বিক। পঞ্চাশ ছাড়ানোর পর বেশি এগুতে পারেননি টেক্টরও। তাকে থামান নিউ জিল্যান্ডে জন্ম নেওয়া ৩০ বছর বয়সী মিডিয়াম পেসার ফন বিক।
১০০ বলে ৫ চারে ৫৮ টেক্টর ফিরে যাওয়ার পর আর কোনো জুটি গড়তে পারেনি আয়ারল্যান্ড। শেষ ছয় ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল সিমি সিং (২০)। আইরিশরা শেষ ৭ উইকেট হারায় কেবল ৪৬ রানে।
নেদারল্যান্ডসের ফ্রেড ক্লাসেন ও ফন বিক নেন ৩টি করে উইকেট।
রান তাড়ায় ইনিংসের প্রথম বলে ছক্কায় শুরু করেন মাইবার্গ। তবে এরপর থেকে দেখেশুনে খেলতে থাকেন দুই ডাচ ওপেনার। ক্রেইগ ইয়াংয়ের বলে একবার সুযোগ দিয়েছিলেন মাইবার্গ। তবে ক্যাচ মুঠোয় নিতে পারেননি বালবার্নি।
মাক্স ও’ডাওডকে বোল্ড করে ৬৬ রানের শুরুর জুটি ভাঙেন সিমি। এরপর স্কট এডওয়ার্ডস এবং মুসা আহমেদের দ্রুত বিদায়ে একটু চাপে পড়ে নেদারল্যান্ডস। বাস ডি লিডকে নিয়ে প্রতিরোধ গড়েন মাইবার্গ। তাদের ৬২ রানের জুটিতে সিরিজ জয়ের পথে এগিয়ে যায় নেদারল্যান্ডস।
জয়ের দুয়ারে গিয়ে দুই থিতু ব্যাটসম্যানের সঙ্গে অধিনায়ক পিটার সিলারকে হারায় নেদারল্যান্ডস। তবে বাউন্ডারিতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ফন বিক।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ৪৯.২ ওভারে ১৬৩ (ও’ব্রায়েন ০, স্টার্লিং ৫, বালবার্নি ১৩, টেক্টর ৫৮, ডকরেল ৪০, টাকার ৬, সিমি ২১*, ম্যাকব্রাইন ৩, ম্যাককার্থি ৬, লিটল ১, ইয়াং ১; ক্লাসেন ১০-১-২৩-৩, কিংমা ৯-১-৪০-১, গুগটেন ৯-১-২২-৩, ফন বিক ৯.২-০-২৯-৩, সিলার ১০-১-২৮-০, ও’ডাওড ২-০-২০-০)
নেদারল্যান্ডস: ৪৫.৫ ওভারে ১৬৬/৬ (মাইবার্গ ৭৪, ও’ডাওড ৩৬, এডওয়ার্ডস ০, মুসা ১৯, লিড ১৮, সিলার ৪, কুপার ০*, ফন বিক ৪*; ম্যাককার্থি ১০-০-৩৮-১, ইয়াং ১০-০-৩৫-০, লিটল ১০-০-৩৫-১, সিমি ৯.৫-২-২৯-৩, ম্যাকব্রাইন ৬-১-২৫-১)
ফল: নেদারল্যান্ডস ৪ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজ নেদারল্যান্ডস ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: স্টেফান মাইবার্গ
ম্যান অব দা সিরিজ: লোগান ফন বিক।
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি