ম্যাচের যা চিত্র ছিল, তাতে অবশ্য খেলা শেষ বলে গড়ানোরই কথা নয়। শেষ দুই ওভারে তাদের প্রয়োজন ছিল কেবল ১৩ রান। উইকেট তখনও ৯টি। এমন ম্যাচও তারা হারার পথ খুঁজে নিল। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচটি ব্রাদার্স ইউনিয়ন জিতল ২ রানে।
বিকেএসপিতে সোমবার ২০ ওভারে ব্রাদার্স ৫ উইকেটে করে ১৩৯ রান। ওল্ড ডিওএইচএস ১৮ ওভার পর্যন্ত মাত্র এক উইকেট হারিয়েও শেষ পর্যন্ত করতে পারে ১৩৭।
গত বৃহস্পতিবার আবাহনীর বিপক্ষে ওল্ড ডিওএইচএসের ম্যাচ নিয়েও জেগেছিল প্রবল কৌতূহল। ১৯ ওভারের ম্যাচে ১৩৬ রান তাড়ায় তারা পুরো ওভার খেলে মাত্র ৩ উইকেট হারিয়ে করেছিল ১১৩ রান। সেদিন তাদের ব্যাটিংয়ে দেখা যায়নি জয়ের তাড়না।
এই ম্যাচে তাদের ব্যাটিংয়ে অবশ্য তুলনামূলক একটু তাড়া দেখা যায়। আনিসুল ইসলাম ইমন ও রাকিন আহমেদ উদ্বোধনী জুটিতে তোলেন ৫৭ রান। রাকিন বিদায় নেন ৩১ বলে ৩৩ করে।
দ্বিতীয় উইকেটে দলকে জয়ের নাগালে নিয়ে যান আনিসুল ও মাহমুদুল হাসান জয়। আনিসুল শুরুতে মন্থর থাকলেও পরে তিন ওভারে তিন ছক্কায় বাড়িয়ে নেন রানের গতি। জয় তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার। ৯ উইকেট নিয়ে ৯ বলে প্রয়োজন ছিল ৮ রান।
চারটি করে চার-ছক্কায় ৪৮ বলে ৬৮ করে ম্যাচ সেরা মাইশুকুর।
টস জিতে ব্যাটিংয়ে নামা ব্রাদার্সের ইনিংসের ভিত্তি মাইশুকুর রহমানের অপরাজিত ফিফটি। ওপেনিংয়ে অধিনায়ক মিজানুর রহমান করেন ১৬ বলে ২১। তারপরও ১০ ওভার শেষে দলের রান ছিল ৪ উইকেটে ৪৮।
পঞ্চম উইকেটে ৪৯ বলে ৭০ রানের জুটিতে দলকে উদ্ধার করেন মাইশুকুর ও রাহাতুল ফেরদৌস। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটিতে চারটি করে চার ও ছক্কায় ৪৮ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন মাইশুকুর। দুই ছক্কায় রাহাতুল করেন ২৪ বলে ২৬।
শুরুটা বাজে হওয়ায় তাদের পুঁজি হয়নি বড়। কিন্তু আত্মঘাতী ব্যাটিংয়ে তাদেরকে জয় উপহার দিল ওল্ড ডিওএইচএস।
সংক্ষিপ্ত স্কোর:
ব্রাদার্স: ২০ ওভারে ১৩৯/৫ (মিজানুর ২১, জুনায়েদ ৬, জাহিদুজ্জামান ৩, মাইশুকুর ৬৮*, নুরুজ্জামান ৪, রাহাতুল ২৬, আলাউদ্দিন ৮*; রশিদ ২-০-৩১-০, রকিবুল ৪-০-৩৪-০, মোহামামদ শান্ত ৩-০-২০-১, মোহাইমিনুল ৩-০-১১-১, পায়েল ৪-০-২০-০, আলিস ৪-০-২৩-২)।
ওল্ড ডিওএইচএস: ২০ ওভারে ১৩৭/৩ (আনিসুল ৬৪, রাকিন ৩৩, মাহমুদুল ৩৪, রায়ান ৩*, প্রিতম ১*; সাকলাইন ৪-০-২৯-০, নাঈম জুনিয়র ৪-০-২৫-০, রাহাতুল ৪-০-১৫-১, আলাউদ্দিন ২-০-২৪-০, সুজন ৪-০-৩০-০, মানিক ২-০-১৪-১)।
ফল: ব্রাদার্স ইউনিয়ন ২ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: মাইশুকুর রহমান।