৫ উইকেটে নিজের সেরা ছুঁলেন মুস্তাফিজ

দুই ওভার শেষেও নামের পাশে ছিল না কোনো উইকেট। চার ওভার শেষে সেই মুস্তাফিজুর রহমানের শিকার ৫ উইকেট! ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়ে এই বাঁহাতি পেসার স্পর্শ করলেন নিজের সেরা বোলিং পারফরম্যান্স।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2021, 02:32 PM
Updated : 5 June 2021, 02:32 PM

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংকের হয়ে ২২ রানে ৫ উইকেট নেন মুস্তাফিজ।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে কলকাতায় ২২ রানেই নিয়েছিলেন তিনি ৫ উইকেট।

২০ ওভারের ক্রিকেটে একাধিকবার ৫ উইকেটের স্বাদ পাওয়া বাংলাদেশের তৃতীয় বোলার মুস্তাফিজ। সাকিব আল হাসান পেয়েছেন চারবার, পেসার আল আমিন হোসেন দুইবার।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ দিন প্রথম ২ ওভারে ১৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ। নিজের তৃতীয় ওভার করেন ইনিংসের অষ্টাদশ ওভারে। ওই ওভারে নেন তিন উইকেট।

শিকার শুরু করেন সাকিবকে দিয়ে। লেগ স্টাম্পে থাকা স্লোয়ার ইয়র্কারে স্কুপ করতে গিয়ে বোল্ড হন সাকিব। নতুন ব্যাটসম্যান শুভাগত হোম উইকেটে গিয়ে প্রথম বলে মারেন বাউন্ডারি। পরের বলটি ছিল শর্ট। শুভাগত পুল করে ধরা পড়েন স্কয়ার লেগে।

একটি ওয়াইডের পর বিদায় নেন লম্বা সময় উইকেটে থাকা শামসুর রহমান। উড়িয়ে মেরে ক্যাচ দেন তিনি কাভারে।

নিজের শেষ ওভারে উইকেট পান মুস্তাফিজ আরও দুটি। স্লোয়ার ইয়র্কারে এলবিডব্লিউ হন আবু জায়েদ চৌধুরি। এক বল পর ফুল লেংথ বলে স্লগ করে বোল্ড তাসকিন।