দেড় বছর পর জুবায়ের-শাহাদাতের ম্যাচ খেলার স্বাদ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2021 02:40 PM BdST Updated: 05 Jun 2021 03:28 PM BdST
শাস্তি ছিল দুজনেরই। তবে দুই রকমের। শাহাদাত হোসেন মাঠ থেকে দূরে ছিলেন একের পর এক শৃঙ্খলাভঙ্গের ঘটনায় নিষিদ্ধ হয়ে। জুবায়ের হোসেন মাঠেই ছিলেন, কিন্তু ম্যাচে নয়। তার জন্য শাস্তি হয়ে উঠেছিল টানা উপেক্ষা। হাপিত্যেশ করে ফিরছিলেন ম্যাচ খেলার জন্য। অবশেষে দুজনই পেলেন ম্যাচ খেলার স্বাদ।
ঢাকা প্রিমিয়ার লিগে শনিবার পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নামেন শাহাদাত ও জুবায়ের। দুজনই সবশেষ ঘরোয়া ক্রিকেটের শীষ পর্যায়ে ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালের নভেম্বরে, জাতীয় লিগে।
ফেরার ম্যাচটা দুজন স্মরণীয় করে রাখতে পারেননি। উইকেট পাননি কেউই। অবশ্য বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পারটেক্সের ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার পর বোলারদের করার ছিল সামান্যই। সীমিত সেই সুযোগে ভালো বোলিং করতে পারেননি পেসার শাহাদাত। লেগ স্পিনার জুবায়ের অবশ্য খারাপ করেননি।
শাহাদাত নিষিদ্ধ হয়েছিলেন ২০১৯ সালের ১৯ নভেম্বর। খুলনায় ১৬ নভেম্বর শুরু হওয়া জাতীয় লিগের ম্যাচে সতীর্থের গায়ে হাত তোলার ঘটনায় প্রথমে ম্যাচ থেকে বহিষ্কার করা হয় তাকে। শৃঙ্খলাভঙ্গের আরও ঘটনা তার আগে থেকেই ছিল নানা সময়ে। সব মিলিয়ে এবার তাকে দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয় বিসিবি, সঙ্গে জরিমানা করা হয় ৩ লাখ টাকা।
পরে অনুতপ্ত হওয়ার কথা জানিয়ে শাহাদাত বোর্ডে ক্ষমাপ্রার্থনা করেন। জীবন-জীবিকার প্রয়োজনের কথা উল্লেখ করে বারবার বোর্ডে আবেদন করেন শাস্তির মেয়াদ কমাতে। মানবিক দিক বিবেচনা করে সম্প্রতি তার নিষেধাজ্ঞা তুলে নেয় বোর্ড। শনিবার তার সুযোগ হয় মাঠে ফেরার।
এত দিন পর খেলতে নেমে ৩৪ বছর বয়সী পেসারের বলে ধার ছিল না তেমন। ছিল না গতি ও আগ্রাসন। ২ ওভারে রান দেন ১৬।
জুবায়ের সবশেষ ম্যাচ খেলেন আরও আগে, জাতীয় লিগের সেই ম্যাচটি শুরু হয় ২০১৯ সালের ২ নভেম্বর। ওই ম্যাচের প্রথম ইনিংসে দুটি উইকেটও পান। তার পর আর সুযোগ হয়নি ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই কোনো ম্যাচ খেলার। পরে আসে কোভিডের ধাক্কা।
কোভিড বিরতির পরও তার ভাগ্য বদলায়নি। এই সময়টায় ফিটনেস নিয়ে খেটে, দেশের কোচদের সঙ্গে বোলিং নিয়ে কাজ করে নিজেকে প্রস্তুত রাখেন ২৫ বছর বয়সী লেগ স্পিনার। কিন্তু সুযোগ পাচ্ছিলেন না।
অবশেষে শনিবার শেষ হলো তার দীর্ঘ প্রতীক্ষা। তবে যখন বোলিং পেলেন, ম্যাচ ততক্ষণে শেষের পথে। ১৫ ওভারের ম্যাচে পারটেক্স করতে পারে ৭৭ রান। রান তাড়ায় ওল্ড ডিওএইচএস যখন ৫ ওভারে করে ফেলেছে ৩৯, তখন আক্রমণে আনা হয় জুবায়েরকে।
এরপর তিন ওভার বোলিং করে জুবায়ের চেষ্টা করেন নিজের ছাপ রাখতে। প্রথম ওভারে ৮ রান দিলেও ৬ রানই ছিল বাজে ফিল্ডিং থেকে, যেখানে এক রানও হওয়ার কথা নয়। পরের দুই ওভারও করেন নিয়ন্ত্রিত। তিন ওভারে রান দেন মোট ১৫। টার্ন কিছুটা পান, দারুণ একটি ফ্লিপারও ছিল।
ওল্ড ডিওএইচএস ১১.৩ ওভারেই ম্যাচ জিতে যাওয়ায় আর বোলিং পাওয়া হয়নি দুজনের।
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
-
‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
-
বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- কাচের জারে সাপের বিষের উৎস কী? গন্তব্য কোথায়?