বৃষ্টিতে ভেসে গেল লর্ডস টেস্টের তৃতীয় দিন

অপেক্ষার পালা শেষ পর্যন্ত ফুরালোই না। মাঠে গড়াল না একটি বলও। ইংল্যান্ড-নিউ জিল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টের তৃতীয় দিন পুরোটাই ভেসে গেল বৃষ্টিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2021, 04:46 PM
Updated : 4 June 2021, 04:52 PM

শুক্রবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে অপেক্ষায় থাকতে হয় দুই দলকেই। কিন্তু বৃষ্টির যেন এদিন থামতেই চায় না! লম্বা সময় অপেক্ষার পর স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার পরপর খেলা পরিত্যক্ত ঘোষণা করে দেন আম্পায়াররা।

২ উইকেটে ১১১ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। ৫৯ রানে ওপেনার ররি বার্নস ও ৪২ রানে অধিনায়ক জো রুট আছেন অপরাজিত। এদিন মাঠেই নামতে পারেননি তারা।

ডেভন কনওয়ের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ৩৭৮ রানে শেষ হয় নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস। এখনও ২৬৭ রানে পিছিয়ে আছে ইংলিশরা।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১২২.৪ ওভারে ৩৭৮

ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৩ ওভারে ১১১/২ (বার্নস ৫৯*, সিবলি ০, ক্রলি ২, রুট ৪২; সাউদি ১১-৪-১৭-১, জেমিসন ১০-৪-২৯-১, ডি গ্র্যান্ডহোম ৯-৩-১২-০, ওয়্যাগনার ১০-১-৩৬-০, স্যান্টনার ৩-১-১৪-০)।