দুই ধাপ এগোলেন মাহমুদউল্লাহ, ১২ ধাপ তাসকিন-মোসাদ্দেক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2021 06:31 PM BdST Updated: 02 Jun 2021 06:31 PM BdST
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের ফিফটিতে র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে মাহমুদউল্লাহর। একই ম্যাচে ফিফটি করে মোসাদ্দেক হোসেন এগিয়েছেন ১২ ধাপ। ওই ম্যাচে চার উইকেট নিয়ে তাসকিন আহমেদের অবস্থানও এগিয়েছে ১২ ধাপ।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গত সোমবার বাংলাদেশের বিশাল ব্যবধানে হেরে যাওয়া ম্যাচটিতে মাহমুদউল্লাহ খেলেন ৫৩ রানের ইনিংস। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে এখন তিনি আছে ৩৬ নম্বরে।
ওই ম্যাচে মোসাদ্দেক করেন ৫১ রান। ১২ ধাপ এগোনোর পরও তার অবস্থান এখন ১১৩তম। প্রায় একই অবস্থা তাসকিনের। ডানহাতি পেসার বোলারদের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে আছেন ৮৮তম স্থানে।
সেদিন উইকেটশূন্য থাকায় মুস্তাফিজুর রহমান নেমে গেছেন এক ধাপ, আছেন দশে। মেহেদী হাসান মিরাজ উইকেটশূন্য থেকেও ধরে রেখেছেন দুই নম্বর স্থান।
সেই ম্যাচে ১৬ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ এড়ানোয় সহায়তা করেন দুশমন্থ চামিরা। এক লাফে ২৭ ধাপ এগিয়ে লঙ্কান পেসার আছেন এখন ৩৩তম স্থানে।
ওই ম্যাচে ৪ রানে আউট ও বল হাতে উইকেটশূন্য থাকলেও সাকিব আল হাসান ধরে রেখেছেন ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের