উইলিয়ামসন-কনওয়েকে পেছনে ফেলে সেরা জেমিসন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2021 06:36 PM BdST Updated: 01 Jun 2021 06:36 PM BdST
-
জেমিসনের হাতে ‘প্লেয়ার্স ক্যাপ’ তুলে দেন ওয়াটলিং। ছবি : নিউ জিল্যান্ড ক্রিকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে কেবল এক বছর কাটিয়েই দারুণ এক স্বীকৃতি পেলেন কাইল জেমিসন। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ভোটে নিউ জিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘প্লেয়ার্স ক্যাপ’ জিতলেন এই পেসার। সেরার লড়াইয়ে এবার তিনি পেছনে ফেললেন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়েকে।
লন্ডনের টিম হোটেলে সোমবার রাতে জেমিসনের হাতে এই বছরের ‘প্লেয়ার্স ক্যাপ’ তুলে দেন দলের অভিজ্ঞ ক্রিকেটার ও সব ধরনের ক্রিকেট থেকে সম্প্রতি অবসরের ঘোষণা দেওয়া কিপার-ব্যাটার বিজে ওয়াটলিং। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে এখন সেখানে আছে নিউ জিল্যান্ড দল।
২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন জেমিসন। একই দলের বিপক্ষে ওই মাসেই হয়ে যায় তার টেস্ট অভিষেক। বছরের শেষদিকে খেলেন দেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি।
এখন পর্যন্ত ৬ টেস্ট খেলে তার শিকার ১৩.২৭ গড়ে ৩৬ উইকেট। ইনিংসে ৫ উইকেট চারবার, ম্যাচে ১০ উইকেট একবার। ৫ ওয়ানডেতে উইকেট পাঁচটি, ৮ টি-টোয়েন্টিতে চারটি।
নিউ জিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন জানায়, এবারের ‘প্লেয়ার্স ক্যাপ’ বাছাইয়ে তুমুল লড়াই হয়েছে জেমিসন, উইলিয়ামসন ও কনওয়ের মধ্যে। ২৬ বছর বয়সী জেমিসন এগিয়ে গেছেন মূলত টেস্টে প্রভাববিস্তারী পারফরম্যান্স করে।
এই ‘প্লেয়ার্স ক্যাপ’ পুরস্কার প্রথম জেতেন ব্রেন্ডন ম্যাককলাম, ২০১২ সালে। সবচেয়ে বেশি তিনবার জিতেছেন উইলিয়ামসন, টানা ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত । গত বছর এই পুরস্কার উঠেছিল টিম সাউদির হাতে।
এবার এই স্বীকৃতি পেয়ে জেমিসন নিজেই চমকে গেছেন বেশ।
“এই দলের অংশ হয়ে কাটানো ১২ মাস আমার কাছে বিশেষ কিছু। সবাইকে ধন্যবাদ মানিয়ে নেওয়াটা সহজ করে তোলার জন্য। এটা ( প্লেয়ার্স ক্যাপ পুরস্কার) আমার কাছে খুবই স্পেশাল, আশাই করিনি এমন কিছু। দারুণ কিছু ক্রিকেটার এর আগে পুরস্কারটি জিতেছেন এবং সতীর্থদের কাছ থেকে পাওয়া স্বীকৃতিই চূড়ান্ত।”
-
বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে শ্রীলঙ্কার লিড
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার