সরফরাজের ভিসা জটিলতার সমাধান

নতুন করে ভিসা পেয়েছেন সরফরাজ আহমেদ। এতে কেটেছে জটিলতা। পিএসএলের বাকি অংশে খেলতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স অধিনায়কের আবু ধাবি যেতে আর কোনো বাধা নেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2021, 04:33 PM
Updated : 31 May 2021, 04:33 PM

পাকিস্তানের অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান মঙ্গলবার আবু ধাবির উদ্দেশে দেশ ছাড়বেন। ভিসা সমস্যায় রোববার তিনি যেতে পারেননি।

পাকিস্তান গনমাধ্যমের খবর, এর আগে আবাসিক ভিসায় সরফরাজ সংযুক্ত আরব আমিরাতে যেতেন যা এখন আর বৈধ নয়। দেশটি থেকে নতুন করে পাওয়া ভিসায় সেখানে যাচ্ছেন তিনি।

পাকিস্তানে থাকা ১৩ জনের মধ্যে সরফরাজসহ ৬ ক্রিকেটার পেয়েছেন আবু ধাবিতে যাওয়ার ভিসা। ভিসা না পাওয়া সাত জনের মধ্যে আছেন আমির ইয়ামিন, আসিফ আফ্রিদি ও মোহাম্মদ ইমরান।

সোমবারই আবু ধাবির উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা ছিল সরফরাজদের। জিও নিউজ তাদের প্রতিবেদনে জানায়, ফ্লাইট না থাকায় এদিন দেশ ছাড়তে পারেননি তারা।

করোনাভাইরাসের ছোবলে গত মার্চের প্রথম সপ্তাহে মাঝপথে স্থগিত করে দেওয়া হয় পিএসএল। নতুন সূচিতে খেলা শুরু করতে বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হচ্ছে পিসিবিকে। পরিকল্পনা অনুযায়ী সব হলে, আগামী ৫ জুনের আগেই সংযুক্ত আরব আমিরাতে আসরের বাকি ২০ ম্যাচের খেলা শুরু করতে চায় তারা।