শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ হয়েছে আক্ষেপের রেশ নিয়ে। ৩-০ তো হলো না! সেই আফসোসটুকু সাকিব আল হাসানেরও আছে। তবে শেষের অপূর্ণতার আগে যতটুকু অর্জন, তাতে অনেক বড় গর্বের উপলক্ষ্য দেখছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
Published : 29 May 2021, 07:31 PM
তিন ম্যাচের সদ্য সমাপ্ত সিরিজটিতে বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে। শ্রীলঙ্কার বিপক্ষে সব সংস্করণ মিলিয়েই বাংলাদেশের প্রথম সিরিজ জয় এটি।
এই দুই জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে দলের চাওয়া ছিল আরেকটি জয়ে লঙ্কানদের হোয়াইটওয়াশ করা ও সুপার লিগের শীর্ষস্থান সংহত করা। কিন্তু তৃতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ হেরে যায় ৯৭ রানে।
সিরিজ শেষ হওয়ার পরের দিন রাজধানীর একটি হোটেলে ঢাকা প্রিমিয়ার লিগের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এলেন সাকিব। শ্রীলঙ্কা সিরিজের শেষটা নিয়ে হতাশার কথা বললেন তিনিও। তবে প্রাপ্তিটুকু তার কাছে আরও বড়।
“আমার তো মনে হয়, খুবই ভালো (সিরিজের ফল)। প্রথমবার আমরা শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতলাম। সেক্ষেত্রে খুবই ভালো। অবশ্যই ৩-০ তে জিততে পারলে ভালো হতো। সঙ্গে এটাও বলতে হবে, শ্রীলঙ্কা তাদের সেরা ক্রিকেট খেললে ফল অন্য দিকেও যেতে পারত।”
“সবমিলিয়ে আমি মনে করি, যে সিরিজটি গিয়েছে, এটি নিয়ে আমাদের সবার গর্ব অনুভব করা উচিত এবং এখান থেকে আরও সামনে যাওয়া উচিত।”
দলের এই সিরিজ জয়ে অবশ্য সাকিবের পারফরম্যান্স খুব ভালো ছিল না। আইপিএল থেকে ফিরে লম্বা সময় কোয়ারেন্টিনে থাকার পর স্বল্প প্রস্তুতিতে এই সিরিজ খেলেন তিনি। তিন ম্যাচ মিলিয়ে রান করেন কেবল ১৯, উইকেট নেন ৩টি।
সাকিব অবশ্য এরকম পারফরম্যান্স অস্বাভাবিক মনে করছেন না। আশার কথা শোনালেন পরের সিরিজ নিয়ে।
“ আপনারা দেখেছেনই কেমন গেছে (সিরিজ)… এটার মূল্যায়ন করার কী আছে (হাসি)…। অবশ্যই যেটা আমার প্রত্যাশা ছিল, তা হয়নি। কিন্তু এরকম হতেই পারে। নিশ্চিত করতে হবে যে পরেরবার এরকম না হয়।”
বাংলাদেশের পরের সিরিজ জিম্বাবুয়েতে। জুনের শেষ দিকে সফরে গিয়ে ১ টেস্ট, ৩ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।