‘অভিযোগ না করে জিতে দেখাও’, পেরেরাদের ডি সিলভার বার্তা

কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে শ্রীলঙ্কার ক্রিকেটারদের অস্বীকৃতি জানানোর বিষয়টি খুবই অযৌক্তিক মনে হচ্ছে অরবিন্দ ডি সিলভার। চুক্তির শর্ত বা ধরন নিয়ে অভিযোগ না করে বরং খেলোয়াড়দের ম্যাচ জেতায় মনোযোগ দেওয়ার বার্তা দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের টেকনিক্যাল কমিটির প্রধান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2021, 05:24 PM
Updated : 28 May 2021, 05:31 PM

এসএলসির প্রস্তাবিত চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে সন্তুষ্ট নন দেশটির ক্রিকেটাররা। তবে এর পরিকল্পনাকারীদের একজন ডি সিলভা এটিকে বেশ ভালো বলছেন। কারণ হিসেবে সাবেক ক্রিকেটার উল্লেখ করেছেন, শীর্ষ দলের বিপক্ষে সিরিজ জিতলে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়ার বিষয়টি।

পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তৈরি করা নতুন এই চুক্তি পদ্ধতিতে স্বচ্ছতা নেই বলে অভিযোগ করেছেন ক্রিকেটাররা। তবে, ক্রিকেটারদের অসম্মতির পরও বোর্ড যে নিজেদের অবস্থানে অটল, তা ডেইলি নিউজকে শুক্রবার দেওয়া ডি সিলভার সাক্ষাৎকারেই ফুটে উঠেছে।

“ক্রিকেটারদের সামনে চুক্তির বিষয়টি উপস্থাপন করার আগে আমরা গভীরভাবে আলোচনা করেছি। অতীতের চেয়ে আমরা সুযোগ সুবিধার পরিমাণ তিন গুণ বাড়িয়েছি, তবে সেটা সম্পূর্ণ দলের পারফরম্যান্সের ওপর...যদি তারা টেস্ট সিরিজ জেতে, আমরা তাদেরকে এক লাখ ৫০ হাজার ডলার দেব, যেটা আগে ছিল ৫০ হাজার ডলার। পুরো দলের সম্মিলিত প্রচেষ্টায় তা অর্জন করতে হবে।”

টেস্ট সিরিজ জিতলে যে অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়ার কথা বলেছেন ডি সিলভা, তা আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার ওপরে থাকা সব দলের বিপক্ষে একই নয়। ডি সিলভার উল্লেখিত অঙ্কের পুরস্কার মিলবে শুধু র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলের বিপক্ষে জিতলে। প্রতিপক্ষের র‍্যাঙ্কিং যত কমবে, পুরস্কারের পরিমাণও কমতে থাকবে।

ওয়ানডে, টি-টোয়েন্টি সংস্করণের ক্ষেত্রেও একই পদ্ধতিতে দেওয়া হবে পুরস্কার। তবে এখানে রয়েছে অর্থের পরিমাণের ভিন্নতা। আগের চুক্তিতে টি-টোয়েন্টি সিরিজ জিতলে কোনো আর্থিক সুবিধা দেওয়া হতো না, সেই কথাও মনে করিয়ে দিলেন এই লঙ্কান গ্রেট।

“টি-টোয়েন্টি সংস্করণের জন্যও আমরা একটি আর্থিক পুরস্কার চালু করেছি, যেখানে সর্বোচ্চ ৫০ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে। আগের চুক্তিতে এক্ষেত্রে কোনো পুরস্কার ছিল না।”

এতদিন ক্রিকেটারদের চুক্তির বিরোধিতা নিয়ে কোনো কথা বলেনি এসএলসি। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারার পরই লঙ্কান বোর্ডের পক্ষ থেকে এলো মন্তব্য। জেতার ইতিবাচক মানসিকতা দেখিয়ে আর্থিক সুবিধা বাড়াতে ক্রিকেটারদের বোর্ডকে অনুপ্রাণিত করতে বললেন ডি সিলভা।

“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের মাঠে গিয়ে ইতিবাচক ক্রিকেট খেলা উচিত। অভিযোগ না করে ম্যাচ জেতা উচিত।”

“দলের ইতিবাচক প্রচেষ্টাই তাদের জন্য সুবিধা আরও বাড়িয়ে দিতে আমাদের উৎসাহিত করবে, আমাদের আশেপাশের অন্যান্য দেশের মতো। দল মানসম্মত ক্রিকেট খেললে তাদের সুযোগ-সুবিধাও বাড়বে।”

বাংলাদেশে প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। ডি সিলভার এমন মন্তব্য করার দিনেই তৃতীয় ও শেষ ম্যাচটি ৯৭ রানের বড় ব্যবধানে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে কুসল পেরেরার দল।