বিশ্বকাপ ভাবনায় আমিরকে দলে চান ওয়াসিম আকরাম
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2021 06:36 PM BdST Updated: 28 May 2021 06:36 PM BdST
-
ওয়াসিম আকরাম (বাঁয়ে) ও মোহাম্মদ আমির।
দলে নেই আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পার করা একজন বোলারও। পাকিস্তানের এমন বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতে অভিজ্ঞ একজনের প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন ওয়াসিম আকরাম। আসছে তিনটি বিশ্বকাপকে ভাবনায় রেখে মোহাম্মদ আমিরকে তাই দলে চান পাকিস্তানের কিংবদন্তি এই পেসার।
টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়ে গত ডিসেম্বর হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন আমির। অভিমানে অবসর নেওয়া বাঁহাতি এই অভিজ্ঞ পেসারকে দলে ফেরানো উচিত বলে মনে করছেন ওয়াসিম।
পরপর দুই বছর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এরপর ওয়ানডে বিশ্বকাপের জন্য তার এমন চাওয়া। বড় মঞ্চে তরুণদের সাহস ও আত্মবিশ্বাস জোগাতে পাকিস্তানের বোলিং বিভাগে আমিরকে দরকার, ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে বললেন ওয়াসিম।
“আমি এখনও মনে করি, তার (আমির) পাকিস্তান দলে জায়গা পাওয়া উচিত। সামনের বছরগুলোতে আমাদের তিনটি বিশ্বকাপ আছে। দলে যখন অভিজ্ঞ একজন থাকে, সে তরুণ বোলারদের চাপের সময় কথা বলে পথ দেখাতে পারে। অভিজ্ঞরা তরুণদের আত্মবিশ্বাস জোগাতে ও বিকল্প দেখাতে প্রভাব রাখতে পারে।”
ক্যারিয়ারের প্রথম দিকে ইমরান খানকে পাশে পাওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি ওয়াসিম।
“যখন তরুণ ছিলাম, আমি অভিজ্ঞ একজন পেয়েছিলাম, ইমরান ভাই। তাকে আমি প্রতিটি বল করার আগে জিজ্ঞেস করতাম। অভিজ্ঞ একজন বোলার যখন কিছু করতে বলে, এতে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়। আমি মনে করি, এই কারণে হলেও আমির খুবই গুরুত্বপূর্ণ।”
পাকিস্তানের হয়ে ৬১টি ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলা আমিরকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার পরামর্শ দেন ওয়াসিম।
“আমিরের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করা উচিত। তার ব্যক্তিগত লক্ষ্য ঠিক করা উচিত। সে বিশ্বের যেকোনো লিগে সুযোগ পাবে। টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও সেরা বোলারদের একজন সে। তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে এবং সে এখনও তরুণ।”
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আমির। সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে ২০১৯ সালের জুলাইয়ে হুট করে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন এই পেসার। এরপর থেকে ২৯ বছর বয়সী এই পেসারকে নিয়ে চলতে থাকে সমালোচনা। যেখানে শামিল ছিলেন দেশের সাবেক ক্রিকেটারদের অনেকেই। প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসও আমিরের সমালোচনা করেন।
আমিরের টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে এত হইচইয়ের কোনো যুক্তি দেখেন না ওয়াসিম।
“সে যদি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়, এটা তার ব্যাপার। তার সিদ্ধান্ত। একজন অবসরের সিদ্ধান্ত নেওয়ায় আমরা কেন তার বিরুদ্ধে যাচ্ছি? একজন ক্রিকেটার, বিশেষ করে বোলাররা তার শরীর সম্পর্কে জানে।”
-
হেডিংলি টেস্টের মাঝপথে ছিটকে গেলেন ফোকস
-
কোভিড আক্রান্ত হয়ে টেস্টে অনিশ্চিত রোহিত
-
বাংলাদেশের টেস্ট সংস্কৃতির ঘাটতি তুলে ধরলেন কোচ
-
মেয়ার্সকে দেখে বাংলাদেশের ব্যাটসম্যানদের শিখতে বললেন ডমিঙ্গো
-
বোলাররা ধৈর্য হারানোয় হতাশ বাংলাদেশ কোচ
-
মেয়ার্সের সেঞ্চুরিতে বিপাকে বাংলাদেশ
-
ব্যাটিং ধসে বিপদে নিউ জিল্যান্ড
-
চার উইকেট নিয়ে বাংলাদেশের দুর্দান্ত সেশন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা