বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া

বাংলাদেশের বিপক্ষে সিরিজে শ্রীলঙ্কার অপরাজিত থাকার দর্পে চোট লেগেছে প্রবলভাবে। প্রথমবারের মতো সিরিজ হার মানতে বেশ কষ্ট হচ্ছে সানাৎ জয়াসুরিয়ার। শঙ্কা রয়েছে প্রথমবার হোয়াইটওয়াশের তেতো স্বাদ পাওয়ারও। লঙ্কান সাবেক এই অধিনায়ক তাই উত্তরসূরিদের বার্তা দিলেন, শেষ পর্যন্ত লড়ে যাওয়ার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2021, 11:31 AM
Updated : 27 May 2021, 11:31 AM

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশ ২-০ তে জিতে নিয়েছে এক ম্যাচ বাকি থাকতেই। শ্রীলঙ্কার সামনে এখন লড়াই হোয়াইটওয়াশ এড়ানোর।

প্রথম ওয়ানডেতে ভানিন্দু হাসারাঙ্গার বিস্ফোরক ব্যাটিংয়ে কিছুটা লড়াই করে ৩৩ রানে হারে শ্রীলঙ্কা। পরের ম্যাচে সফরকারীরা একদমই প্রতিরোধ গড়তে পারেনি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে হার ১০৩ রানের।

দলের এই পারফরম্যান্সে হতাশ বাংলাদেশের বিপক্ষে খেলা ২৮ আন্তর্জাতিক ম্যাচের কেবল দুটিতে হারা জয়াসুরিয়া। এক টুইটে কুসল পেরেরাদের মনে করিয়ে দিলেন এমন হারে শ্রীলঙ্কার গর্ব হুমকির মুখে।

“একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ হার, আমার জন্য (মেনে নেওয়া) বেশ কঠিন। দেশের গর্ব ঝুঁকির মুখে। শেষ পর্যন্ত লড়ে যাও ছেলেরা।”

আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।