মুশফিক-সাকিবদের থেকে শেখার তাগিদ মিরাজের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2021 11:29 PM BdST Updated: 26 May 2021 11:29 PM BdST
একটা সময় অনুসরণের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের তাকাতে হতো বিদেশিদের দিকে। অনুপ্রেরণা বা আদর্শ হিসেবে মানা হতো তাদের। এখন বদলে গেছে প্রেক্ষাপট। বিশ্বমানের খেলোয়াড় যে আছে ঘরেই। মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের দেখে তরুণদের শেখার তাগিদ দিলেন মেহেদী হাসান মিরাজ।
বছরের পর বছর বাংলাদেশ ক্রিকেট এগিয়ে চলছে সিনিয়রদের কাঁধে ভর করে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজও এর ব্যতিক্রম নয়। প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ে দলকে বয়ে নিয়েছেন সিনিয়ররাই। প্রথম ম্যাচে ৮৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা মুশফিক, ফিফটি করেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। দ্বিতীয় ম্যাচে মুশফিক করেন সেঞ্চুরি, দ্বিতীয় সর্বোচ্চ ৪১ আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে। পরের প্রজন্মের যাদের নিয়ে অনেক আশা, তারা নিরাশ করছেন বারবার।
তরুণদের তাই দ্রুত শেখার আহ্বান জানালেন মিরাজ। তার মতে, প্রেরণা খুঁজতে দূরে তাকানোরও প্রয়োজন নেই।
“আমরা জুনিয়ররা সবসময় আমাদের সিনিয়রদের কথাই বলি। একটা সময় আমরা সবাই বিশ্বের অন্য সব দেশের খেলোয়াড়দের আমাদের আইডল মনে করতাম বা বিশ্বমানের খেলোয়াড়দের আইডল মনে করতাম। তবে এখন বিশ্বমানের খেলোয়াড় আমাদের চোখের সামনেই আছে, তাদের সঙ্গে ক্রিকেট খেলছি। বিশ্বমানের খেলোয়াড় আমাদের কাছেই আছে, তাদের কাছ থেকে শিখতে পারি।”
“শেষ দুই ম্যাচে আমরা ব্যাটিংয়ে তেমন একটা ভালো করিনি। আমাদের শেখার অনেক কিছুই ছিল। যেভাবে মুশফিক ভাই এবং রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই জুটি গড়েছে এবং শেষ ম্যাচে মুশফিক ভাই যেভাবে খেলেছে…।”
মিরাজ উদাহরণ টানলেন গত বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্সের। বললেন টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কথাও।
“শুধু এই দুই ম্যাচই না, আগের ম্যাচগুলোতে কিংবা বিশ্বকাপে সাকিব ভাই টপ পারফরম্যান্স দেখিয়েছে। ব্যাটিং-বোলিং দুটোতেই। তামিম ভাই, ওপেনারদের মধ্যে যারা সর্বোচ্চ রান করেছেন তাদের তালিকায় আছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান করেছেন, এটাও অনেক বড় একটা অর্জন। আমরা তাদেরকে দেখেই শিখতে পারি।”
“টেস্টে সবচেয়ে বেশি সফল কিন্তু মুমিনুল হক ভাই। হয়তো অন্য দুই সংস্করণে উনি খেলেন না, কিন্তু যেটায় খেলেন, সেটায় তিনিই সবচেয়ে সফল। টেস্টে আমাদের হয়ে তারই সেঞ্চুরি সবচেয়ে বেশি। তার নিবেদন, তার কঠোর পরিশ্রম দেখে আমাদের জুনিয়র ক্রিকেটারদের অনেক কিছু শেখা উচিত।”
তরুণরা তাড়াতাড়ি শিখতে পারলে দলেরই মঙ্গল বলে মনে করেন ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে আসা মিরাজ।
“এগুলো আমরা চোখের সামনেই দেখছি। আমাদের সিনিয়র খেলোয়াড়রা কীভাবে কাজ করে, মনোযোগী থাকে, কীভাবে ক্রিকেট খেলে আমরা শিখতে পারি। এটা আমরা জুনিয়ররা যত তাড়াতাড়ি শিখতে পারব তত তাড়াতাড়ি আমরা একটা ভালো দল হয়ে উঠব। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা আরও ভালো ক্রিকেটার হতে পারব।”
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া