১১ বল খেলতে না পারার আক্ষেপ মুশফিকের

নিজে সেঞ্চুরি করেছেন। দল জিতেছে বড় ব্যবধানে। তবুও আক্ষেপ যাচ্ছে না মুশফিকুর রহিমের। শেষ ১১ বল খেলতে না পারার ব্যাপারটি ঘুরছে তার মাথায়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2021, 06:09 PM
Updated : 25 May 2021, 07:04 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে মুশফিক আউট হলে ২৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার ইনিংসের ৩৮ ওভার শেষে বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য কমে ১০ ওভার। লঙ্কানরা পায় ৪০ ওভারে ২৪৫ রানের নতুন লক্ষ্য। সফরকারীরা ৯ উইকেটে করতে পারে ১৪১ রান।

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১০৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ও বিসিবির পাঠানো ভিডিও বার্তায় অলআউট হওয়া নিয়ে আক্ষেপ করেন ১২৭ বলে ১০ চারে ১২৫ রান করা মুশফিক।   

“আমি খুব হতাশ যে ইনিংস শেষ করে আসতে পারিনি। আমি আউট হওয়ার সময় ১১ বল বাকি ছিল। এই ১১ বলে যদি ১০ বা ২০ রান করতে পারতাম, ম্যাচ ক্লোজ হয়ে গেলে তখন আমরা একটু এগিয়ে থাকতে পারতাম।”    

টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল বাংলাদেশ। দুই ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিক।