অভিজ্ঞতার অভাব ভোগাচ্ছে: লঙ্কান অধিনায়ক

ভবিষ্যতে চোখ রেখে গড়া শ্রীলঙ্কার ওয়ানডে দল সংগ্রাম করছে বাংলাদেশে। টানা দুই হারে হেরেছে সিরিজ। দুই ম্যাচেই পুরোপুরি ব্যর্থ সফরকারীদের মিডল অর্ডার। দ্বিতীয় ম্যাচে বাজেভাবে হারের পর লঙ্কান অধিনায়ক কুসল পেরেরা বললেন, অভিজ্ঞতার অভাব ভোগাচ্ছে তাদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2021, 05:28 PM
Updated : 25 May 2021, 07:04 PM

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ সহজ জায়গা নয় কোনো দলের জন্যই। এই সংস্করণে আগের ১১ সিরিজের ৯ টিতেই হেরেছে সফরকারী দলগুলো। জিতে ফিরতে পেরেছে কেবল ইংল্যান্ড, সেই ২০১৬ সালে। 

এই পথচলায় ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ পায় প্রথম সিরিজ জয়ের স্বাদ। সেই তালিকায় এবার যুক্ত হলো শ্রীলঙ্কা। স্বাভাবিকভাবেই এই হারে ভীষণ হতাশ পেরেরা। 

প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হারে ৩৩ রানে। আটে নেমে ভানিন্দু হাসারাঙ্গার বিস্ফোরক এক ইনিংসে কমে পরাজয়ের ব্যবধান। দ্বিতীয় ম্যাচে লড়াই করতে পারেননি কেউই। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১০৩ রানে হারে দলটি।

এই প্রথম কোনো সিরিজ বা টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচে হারল শ্রীলঙ্কা। মঙ্গলবার ম্যাচ শেষে, হারের জন্য ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুললেন পেরেরা।   

“এটা খুব হতাশাজনক। অভিজ্ঞতার ঘাটতি আমাদের অনেক ভুগিয়েছে। দুই ম্যাচেই মিডল অর্ডারে ধস ভুগিয়েছে আমাদের। খেলোয়াড়দের অবশ্যই নিজের শক্তির জায়গায় আস্থা রাখতে হবে, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং নির্ভয় ক্রিকেট খেলতে হবে।”

অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, সুরঙ্গা লাকমলসহ নিয়মিত ও অভিজ্ঞ কয়েক জনকে বাংলাদেশ সফরের দলে রাখেনি শ্রীলঙ্কা। দলে থাকবেন না আঁচ করতে পেরে অভিমানে অবসর নিয়েছেন অলরাউন্ডার থিসারা পেরেরা। তাদের অনুপস্থিতিতে বাংলাদেশে যেন দিশাহীন তারা।

শ্রীলঙ্কাকে হারিয়ে ৫০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ। ৫ ম্যাচ খেলেও এখনও পয়েন্টের দেখা পায়নি শ্রীলঙ্কা।