দুই বছরে দুটি এশিয়া কাপ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2021 07:24 PM BdST Updated: 23 May 2021 07:24 PM BdST
নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই, অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার। এ বছর এশিয়া কাপ না হওয়ার সেই ঘোষণা রোববার দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। স্থগিত করে দেওয়া এবারের আসরটি ২০২৩ সালে আয়োজন করতে চায় তারা।
দুই বছর পর পর এশিয়া সেরার প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে এসিসি। এবারের আসরটি হওয়ার কথা ছিল ২০২০ সালে পাকিস্তানে। কিন্তু কোভিড-১৯ এর ছোবলে গত বছরের জুলাইয়ে যা স্থগিত করে দেওয়া হয়।
সে সময়ই এসিসি জানায়, শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তান বদল করেছে আয়োজনের অধিকার। তাই এই আসরটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়, আর ২০২২ সালের আসরের আয়োজক দেশ পাকিস্তান।
নতুন সূচিতে আগামী জুলাইয়ে মাঠে গড়ানোর কথা ছিল এই টুর্নামেন্ট। কিন্তু শ্রীলঙ্কায় করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আবারও স্থগিত করে দেওয়া হয়েছে এটি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ভারতের ইংল্যান্ড সফর, এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ; সব মিলিয়ে এ বছর আর আসরটি আয়োজনের সুযোগ নেই বলে বিবৃতিতে জানায় এসিসি।
তাই ২০২৩ সালে এশিয়া কাপের একটি আসর আয়োজন করার পথে হাঁটছে তারা। এর আগে ২০২২ সালে হবে আরেকটি। টুর্নামেন্টের সময়সূচি সঠিক সময়ে জানানো হবে।
-
টেক্টর-ঝড় ছাপিয়ে ভারতের জয়
-
হতাশার ব্যাটিংয়ে হারের শঙ্কায় বাংলাদেশ
-
রুট-পোপের ব্যাটে হ্যাটট্রিক জয়ের আশায় ইংল্যান্ড
-
খালেদের ক্যারিয়ার সেরা বোলিং, উইন্ডিজের ১৭৪ রানের লিড
-
বৃষ্টির আগে বাংলাদেশের দুই উইকেটের স্বস্তি
-
আন্ডারউডের ৪৮ বছর পর লিচ
-
৪ সেঞ্চুরি জুটি, ৭২৪ রান, রেকর্ড বইয়ে মিচেল-ব্লান্ডেল
-
আমলাকে ছাড়িয়ে মিচেলের রেকর্ড
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ