মিরপুরে স্পিন সহায়ক উইকেটের অপেক্ষায় শ্রীলঙ্কা

তামিম ইকবাল খোলাসা করেননি কেমন উইকেট চান। তবে শ্রীলঙ্কা অধিনায়ক কুসল পেরেরার বুঝে নিতে কোনো সমস্যা হয়নি। তিনি মোটামুটি নিশ্চিত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের উইকেটে স্পিনারদের জন্য থাকবে সহায়তা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2021, 01:22 PM
Updated : 22 May 2021, 01:54 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। খেলা শুরু হবে বেলা একটায়। এর আগের দিন সংবাদ সম্মেলনে পেরেরা জানান, উইকেটে স্পিন আশা করছেন তিনি।

“আমরা জানি, বাংলাদেশের শক্তির জায়গাগুলোর একটি তাদের স্পিন বোলিং আক্রমণ। তাই ধারণা করছি, এমন উইকেটই হবে।”

উইকেট নিয়ে অবশ্য খুব একটা ভাবছেন না পেরেরা। নিজেদের বোলিংয়ের একটা জায়গা নিয়েই বেশি ভাবতে হচ্ছে তাকে। অভিজ্ঞ বোলারদের বেশিরভাগের অনুপস্থিতিতে শেষ ১০ ওভারের বোলিং চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে হচ্ছে তার।

“ডেথ বোলিং নিয়ে আমাদের পরিকল্পনা আছে। তবে এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ, কেবল অভিজ্ঞতার মধ্য দিয়েই এটা আরও ভালো হতে পারে। শুরু থেকেই সব নিখুঁত হবে, এমনটা আশা করা যায় না।” 

“এই ভূমিকায় আমাদের বোলাররা নতুন। তাই আমাদের ধৈর্য ধরতে হবে। কখনও কখনও খরুচে হয়ে যাবে এবং ভুল থেকে শিখবে।”