করোনাভাইরাস আক্রান্ত খালেদ মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘টিম লিডার’ খালেদ মাহমুদকে পাচ্ছে না বাংলাদেশ। করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল আসায় জৈব সুরক্ষা বলয়ে ঢুকেননি সাবেক এই অধিনায়ক। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2021, 07:09 AM
Updated : 22 May 2021, 07:09 AM

বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান মাহমুদের কোভিড-১৯ রোগে ভোগার খবর জানান।

“করোনা পজিটিভ হওয়ায় সে দলের সঙ্গে নেই। যেহেতু ঘরের মাঠে খেলা তাই টিম লিডারের দায়িত্ব আমরাই দেখব। এই দায়িত্ব নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আইসোলেশনে রয়েছে সে।”

‘টিম লিডার’ হিসেবে এই সফরে থাকার কথা ছিল বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক মাহমুদের। একাদশ নির্বাচন ও অন্যান্য কিছু নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসানের যোগাযোগ মসৃণ করার জন্য গত নিউ জিল্যান্ড সফর থেকে একজন করে বিসিবি পরিচালককে দলের সঙ্গে রাখার নিয়ম করেছে বিসিবি। নিউ জিল্যান্ডে ‘টিম লিডার’ হিসেবে গিয়েছিলেন মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। পরে শ্রীলঙ্কা সফরে এই ভূমিকায় ছিলেন মাহমুদ।