কোহলি-রোহিতকে বোলিং আমিরের কাছে ‘কঠিন নয়’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2021 11:33 AM BdST Updated: 21 May 2021 11:33 AM BdST
বিরাট কোহলি ও রোহিত শর্মার সামনে অনেক সময়ই বল হাতে খেই হারান বিশ্বের তাবত বোলার। তাদের ব্যাটিংয়ে নাকাল হননি, এমন বোলার বিশ্বে খুঁজে পাওয়া ভার। তবে মোহাম্মদ আমির নিজেকে রাখেন না সেই বোলারদের মধ্যে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অকাল অবসরে যাওয়া পাকিস্তানি পেসারের মতে, এই দুজনকে বোলিং করা কঠিন কিছু নয়।
বিশেষ করে রোহিতকে আউট করা খুবই সহজ, একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বললেন আমির।
“ সত্যি বলছি, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বোলিং করা আমার কাছে কঠিন কিছু মনে হয়নি। মোটেও কঠিন কিছু মনে হয়নি। রোহিতকে বোলিং করা তো খুবই সহজ। মনে হয়েছে, তাকে আমি দুইভাবেই আউট করতে পারি। বাঁহাতি পেসারের ভেতরে ঢোকা ডেলিভারিতেও সে ধুঁকতে থাকে, বাইরে যাওয়া ডেলিভারিতেও।”
“ বিরাট কোহলি তুলনা সামান্য কঠিন, কারণ সে চাপের সময়টা খুব ভালো সামলাতে পারে। এছাড়া এই দুজনকে বোলিং করা আমার কাছে এমন কিছু মনে হয়নি।”
আন্তর্জাতিক ক্রিকেটে দুই দুজনের পক্ষে কিছুটা সাফল্য অবশ্য আছে আমিরের। তবে তার দাপুটে দাবির পক্ষে খুব জোরালো স্বাক্ষ্য দিচ্ছে না পরিসংখ্যান। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের বিপক্ষে আট ম্যাচ খেলে তিনবার আউট করেছেন আমির, কোহলিকে সাত ম্যাচে বিদায় করেছেন দুইবার।
আন্তর্জাতিক ক্রিকেটে কোন ব্যাটসম্যানকে সামলানো কঠিন, সেটিও অবশ্য বলেছেন আমির।
“ আমার সবচেয়ে কঠিন মনে হয়েছে স্টিভ স্মিথকে বোলিং করা। কারণ, তার টেকনিক খুব জটিল। এমন একটা অ্যাঙ্গেলে সে দাঁড়ায়, বুঝেই ওঠা কঠিন যে কোথায় তাকে বল করব।”
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে