সৌম্য-আফিফ-মাহমুদউল্লাহর ফিফটি, সাকিব আউট ২৮ রানে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2021 02:09 PM BdST Updated: 20 May 2021 02:09 PM BdST
-
২৮ রান করে মেহেদি হাসানের বলে বোল্ড সাকিব আল হাসান। ছবি : বিসিবি।
-
সবুজ দলের হয়ে ওপেনিংয়ে রানের দেখা পেয়েছেন নাঈম শেখ ও সৌম্য সরকার। ছবি : বিসিবি।
-
সবুজ দলের মাহমুদউল্লাহ ও আফিফ গড়েন বড় জুটি, ফিফটি করেন দুজনই। ছবি : বিসিবি।
শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণার আগে নিজেদের বার্তা জানিয়ে রাখলেন সৌম্য সরকার ও আফিফ হোসেন। প্রস্তুতি ম্যাচে দুজনই উপহার দিলেন ফিফটি। মাহমুদউল্লাহর দলে থাকা নিয়ে সংশয় নেই কোনো। তিনিও ফিফটিতে সেরে নিলেন প্রস্তুতি।
বিকেএসএপিতে বৃহস্পতিবার লাল ও সবুজ দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছেন বাংলাদেশের প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা। ৪৫ ওভারের ম্যাচে তামিম ইকবালের লাল দলের বিপক্ষে মাহমুদউল্লাহর সবুজ দল করেছে ৩ উইকেটে ২৮৪ রান।
ওপেনিংয়ে নেমে ৭০ বলে ৬০ করে স্বেচ্ছাবসরে যান সৌম্য। ৫৪ বলে মাহমুদউল্লাহ করেন ৬২, সমান বল খেলে আফিফ ৬৪। আউট হননি এই দুজনও।

সবুজ দলের হয়ে ওপেনিংয়ে রানের দেখা পেয়েছেন নাঈম শেখ ও সৌম্য সরকার। ছবি : বিসিবি।
লাল দলের হয়ে মুস্তাফিজ ৭ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য। তার নতুন বলের জুটি মোহাম্মদ সাইফ উদ্দিনও সুবিধা করতে পারেননি। ৯ ওভারে ৬৫ রান দিয়ে উইকেট পাননি সাইফ।
সবুজ দল ব্যাটিংয়ে নামে টস জিতে। ম্যাচের শুরুর দিকেই বোলারের হাতে বল লেগে নন-স্ট্রাইক প্রান্তে রান আউট হন সৌম্য। তবে অনুশীলনের জন্য তাকে ব্যাটিং চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তিনি তা কাজে লাগান ৪ চার ও ৩ ছক্কায় ৬০ রান করে।
সৌম্যর উদ্বোধনী জুটির সঙ্গী মোহাম্মদ নাঈম শেখকে বসিয়ে দেওয়া হয় ৪৩ বলে ৫ চারে ৩৮ রান করার পর। এতে ইঙ্গিত, দলের চূড়ান্ত পরিকল্পনায় হয়তো সেভাবে নেই বাঁহাতি এই ব্যাটসম্যান।
সাকিব তিন নম্বরে নেমে বোল্ড হয় অফ স্পিনার মেহেদি হাসানের বলে। মেহেদির বলেই ৩ রানে আউট হয়ে অনুশীলনের সুযোগ হাতছাড়া করেন চারে নামা মোহাম্মদ মিঠুন।

সবুজ দলের মাহমুদউল্লাহ ও আফিফ গড়েন বড় জুটি, ফিফটি করেন দুজনই। ছবি : বিসিবি।
শেষ দিকে একটি করে চার ও ছক্কায় ১৬ বলে ১৭ করেন মেহেদি হাসান মিরাজ।
লাল দলের হয়ে মেহেদি হাসান ছাড়া সেভাবে ভালো করতে পারেননি অন্য কোনো বোলার।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ সবুজ : ৪৫ ওভারে ২৮৪/৩ (নাঈম ৩৮*, সৌম্য ৬০*, সাকিব ২৮, মিঠুন ৩, মাহমুদউল্লাহ ৬২*, আফিফ ৬৪*, মিরাজ ১৭, বিপ্লব ৩* ; মুস্তাফিজ ৭-০-৪৮-০, সাইফ ৯-০-৬৫-০, মেহেদি ৯-০-৪০-২, শরিফুল ৭-০-৪৫-১, মোসাদ্দেক ৮-১-৩৮-০, নাসুম ৫-০-৪৪-০)।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক