ছয়ে ওঠার পর আকাশ ছোঁয়ার স্বপ্ন ব্র্যাথওয়েটের

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বপ্নে নতুন রঙ চড়িয়েছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং। বার্ষিক হালনাগাদে দুই ধাপ এগোনোর পর তাদের দৃষ্টি আরও ওপরে। দলকে নিয়ে গর্বিত অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের স্বপ্নাতুর উচ্চারণ, তারা ছুঁতে চান আকাশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2021, 05:27 AM
Updated : 14 May 2021, 05:27 AM

বৃহস্পতিবার প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুই ধাপ এগিয়ে ছয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এখন তাদের পেছনে।

একসময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ তাদের হারাতে পারেনি কোনো দল। তবে সেসব কেবলই সোনালী অতীত। এখনকার বাস্তবতায় ছয় নম্বরে উঠতে পেরেও তারা উচ্ছ্বসিত দারুণ। ২০১৩ সালের পর এটিই তাদের সেরা অবস্থান।

এই পথ ধরেই ক্যারিবিয়ানরা ছুটতে চায় আরও বড় গৌরবের পথে। র‌্যাঙ্কিংয়ে উন্নতির পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ওয়েবসাইটে টেস্ট অধিনায়ক ব্র্যাথওয়েট বললেন, এগিয়ে চলার কেবলই শুরু এটি।

“ টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে যাওয়ায় দল নিয়ে আমি দারুণ গর্বিত। আমার মনে হয়, এটা কেবলই শুরু, আরও ভালো কিছু আসবে। দল হিসেবে আমরা আরও উঁচুতে উঠতে পারি। কেবল কঠোর পরিশ্রম করে যেতে হবে আমাদের এবং বিশ্বাস ধরে রাখতে হবে। প্রস্তুতি থেকে শুরু করে মাঠে বাস্তবায়ন, সবকিছু ঠিকঠাক করার মানসিকতা রাখতে হবে।”

“ টেস্ট ক্রিকেটে কখনোই সহজ কিছু নয়। যদি আমরা ছোট ছোট ব্যাপারগুলি ঠিকঠাক করতে পারি এবং সঠিক মানসিকতা ধরে রাখতে পারি, তাহলে আকাশই আমাদের সীমানা।”