লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু ৩০ জুলাই

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর শুরুর সময় ঠিক করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী ৩০ জুলাই মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2021, 05:45 PM
Updated : 12 May 2021, 05:45 PM

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বুধবার বিবৃতি দিয়ে জানায়, টুর্নামেন্টটি শেষ হবে ২২ অগাস্ট।
 
ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার হোম সিরিজ শেষ হওয়ার পরই শুরু হবে এলপিএল। দুই দলের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির প্রস্তাবিত সিরিজটি শেষ হওয়ার কথা ২৭ জুলাই।
 
এলপিএল অবশ্য ‘দা হান্ড্রেড’ এর সঙ্গে সাংঘর্ষিক হতে যাচ্ছে। ইংল্যান্ডের ১০০ বলের প্রতিযোগিতাটি শুরু হবে ২১ জুলাই।
 
করোনাভাইরাস পরিস্থিতিতে জৈব-সুরক্ষা বলয়ে এলপিএলের উদ্বোধনী আসর হয়েছিল গত বছরের ২৬ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। ২৩ ম্যাচের সবগুলোই হয়েছিল হাম্বানটোটায়। পাঁচ দলের টুর্নামেন্টে গল গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা স্ট্যালিয়ন্স।
 
এসএলসি বিবৃতিতে জানিয়েছে, এবারের আসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে।