আমির-ওয়াহাবকে দলে ফেরাতে বললেন কামরান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2021 04:50 PM BdST Updated: 09 May 2021 05:05 PM BdST
আফ্রিকা সফরে হার কেবল তিনটি। বড় জয় দিয়েই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষের অপেক্ষায় পাকিস্তান। তবে, বাবর আজমের নেতৃত্বাধীন দলটিতে কিছু ঘাটতি চোখে পড়েছে কামরান আকমলের। অভিজ্ঞ এই কিপার ব্যাটসম্যানের ধারণা, বর্তমান দল নিয়ে ইংল্যান্ডে ভুগবে পাকিস্তান। তাই পরের সিরিজে মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজকে দলে ফেরানোর তাগিদ দিলেন তিনি।
সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে ২০১৯ সালের জুলাইয়ে টেস্ট থেকে অবসর নেন আমির। কিন্তু সীমিত ওভারের দুই সংস্করণেও লম্বা হয়নি তার ক্যারিয়ার। গত ডিসেম্বরে টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়ে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন অভিজ্ঞ বাঁহাতি এই পেসার।
ওয়াহাব পাকিস্তানের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন গত ডিসেম্বরে, নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। এরপর আর দলে সুযোগ পাননি তিনি। তবে স্থগিত হওয়া পিএসএলে বাঁহাতি এই পেসারের পারফরম্যান্স ছিল ঝলমলে।
বছরের শেষ দিকে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমির, ওয়াহাবের বড় ভূমিকা রাখার সুযোগ দেখেন কামরান। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দল নির্বাচনে ইনজামাম-উল-হক ও ইউনিস খানকে অনুসরণের পরামর্শ দিলেন বাবরকে।
“সময়ের সঙ্গে বাবর অধিনায়ক হিসেবে উন্নতি করছে। যদিও তার দল নির্বাচনে উন্নতির প্রয়োজন। ইঞ্জি (ইনজামাম-উল-হক) ও ইউনিস (খান) ভাই এই বিষয়ে খুবই কঠোর ছিলেন। তারা শর্ট-কাট নির্বাচনের বদলে ঘরোয়া অভিজ্ঞতার মূল্যায়ন করতেন। বাবরের এটি বুঝতে হবে, এভাবে না করলে ভবিষ্যতে তা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে।”

গত কয়েক মাসে দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান। তবে কামরানের মতে, ঠিক মতো দল না গোছাতে পারলে শক্তিশালী দলের বিপক্ষে ভুগবে পাকিস্তান।
“সৌভাগ্যক্রমে, গত সাত-আট মাসে পাকিস্তান যে দলগুলির বিপক্ষে খেলেছে তাদের শীর্ষ খেলোয়াড়ের অভাব ছিল। তবে আমি নিশ্চিত, কোচ, নির্বাচক ও বাবর ভালো করেই জানে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললে তাদের দলের অবস্থা কেমন হবে। আমার মনে হয় না তারা এটা স্বীকার করবে, তবে বিষয়গুলো সামনে পরিষ্কার হয়ে যাবে।”
-
বাংলাদেশ ও উইন্ডিজকে অপেক্ষায় রাখল বৃষ্টি
-
নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে ইংল্যান্ডের ইতিহাস
-
‘সিক্সটি’-তে মনোযোগ দিতে সিপিএলে খেলবেন না গেইল
-
নেতৃত্ব ‘ছাড়ছেন’ বিশ্বকাপজয়ী মর্গ্যান
-
বিশ্বকাপে কোহলিকে টপ অর্ডারে চান না শেবাগ
-
গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’
-
‘ভারতের হয়ে খেলতে পারাই উমরানের জন্য বিশাল ব্যাপার’
-
৫ উইকেটের ভালো লাগা নিয়ে দলের ভালোর অপেক্ষায় খালেদ
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি