আমির-ওয়াহাবকে দলে ফেরাতে বললেন কামরান

আফ্রিকা সফরে হার কেবল তিনটি। বড় জয় দিয়েই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষের অপেক্ষায় পাকিস্তান। তবে, বাবর আজমের নেতৃত্বাধীন দলটিতে কিছু ঘাটতি চোখে পড়েছে কামরান আকমলের। অভিজ্ঞ এই কিপার ব্যাটসম্যানের ধারণা, বর্তমান দল নিয়ে ইংল্যান্ডে ভুগবে পাকিস্তান। তাই পরের সিরিজে মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজকে দলে ফেরানোর তাগিদ দিলেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2021, 10:50 AM
Updated : 9 May 2021, 11:05 AM

সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে ২০১৯ সালের জুলাইয়ে টেস্ট থেকে অবসর নেন আমির। কিন্তু সীমিত ওভারের দুই সংস্করণেও লম্বা হয়নি তার ক্যারিয়ার। গত ডিসেম্বরে টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়ে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন অভিজ্ঞ বাঁহাতি এই পেসার।

ওয়াহাব পাকিস্তানের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন গত ডিসেম্বরে, নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। এরপর আর দলে সুযোগ পাননি তিনি। তবে স্থগিত হওয়া পিএসএলে বাঁহাতি এই পেসারের পারফরম্যান্স ছিল ঝলমলে।

বছরের শেষ দিকে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমির, ওয়াহাবের বড় ভূমিকা রাখার সুযোগ দেখেন কামরান। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দল নির্বাচনে ইনজামাম-উল-হক ও ইউনিস খানকে অনুসরণের পরামর্শ দিলেন বাবরকে।

“সময়ের সঙ্গে বাবর অধিনায়ক হিসেবে উন্নতি করছে। যদিও তার দল নির্বাচনে উন্নতির প্রয়োজন। ইঞ্জি (ইনজামাম-উল-হক) ও ইউনিস (খান) ভাই এই বিষয়ে খুবই কঠোর ছিলেন। তারা শর্ট-কাট নির্বাচনের বদলে ঘরোয়া অভিজ্ঞতার মূল্যায়ন করতেন। বাবরের এটি বুঝতে হবে, এভাবে না করলে ভবিষ্যতে তা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে।”

“ইংল্যান্ড সফরের পর পরিস্থিতি একেবারেই পরিষ্কার হয়ে যাবে। মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজকে আবারও দলে যোগ করা উচিত। আমিরের এখনও ক্রিকেটকে চার থেকে পাঁচ বছর দেওয়ার আছে। রিয়াজ আরও দুই থেকে তিন বছর খেলতে পারে। ভারতের ব্যাটিং সহায়ক উইকেটের কথা মাথায় রেখে পাকিস্তানের পরিণত বোলারের প্রয়োজন।”

গত কয়েক মাসে দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান। তবে কামরানের মতে, ঠিক মতো দল না গোছাতে পারলে শক্তিশালী দলের বিপক্ষে ভুগবে পাকিস্তান।

“সৌভাগ্যক্রমে, গত সাত-আট মাসে পাকিস্তান যে দলগুলির বিপক্ষে খেলেছে তাদের শীর্ষ খেলোয়াড়ের অভাব ছিল। তবে আমি নিশ্চিত, কোচ, নির্বাচক ও বাবর ভালো করেই জানে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললে তাদের দলের অবস্থা কেমন হবে। আমার মনে হয় না তারা এটা স্বীকার করবে, তবে বিষয়গুলো সামনে পরিষ্কার হয়ে যাবে।”