দলের ফর্ম বাজে, তবে চাকরি নিয়ে উদ্বিগ্ন নন ডমিঙ্গো
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2021 09:26 PM BdST Updated: 04 May 2021 09:26 PM BdST
দলের একের পর এক বাজে পারফরম্যান্সে প্রশ্ন উঠছে রাসেল ডমিঙ্গোকে নিয়ে। তবে সেসব খুব একটা গায়ে মাখছেন না বাংলাদেশের প্রধান কোচ। বরং শোনালেন দায়িত্ব উপভোগের কথা। এটিও বললেন, কাজ এখনও বাকি।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর স্টিভ রোডসকে সরিয়ে দেয় বিসিবি। সেই বছর সেপ্টেম্বর থেকে কাজ শুরু করেন ডমিঙ্গো। তার কোচিংয়ে শুরু হয় বিব্রতকর এক হার দিয়ে। টেস্টের নতুন দল আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হেরে যায় বাংলাদেশ।
ডমিঙ্গো কোচ হয়ে আসার পর এই সংস্করণে কেবল একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, দেশের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে। ৯ ম্যাচের সাতটিতেই হেরেছে, ড্র একটিতে।
ওয়ানডেতে জিম্বাবুয়ে ও খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের দুটি সিরিজে হোয়াইটওয়াশ করেছে। নিজেরা হোয়াইটওয়াশড হয়েছে নিউ জিল্যান্ডে।
টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচের ৬টিতে জিতেছে বাংলাদেশ, এর চারটিই এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে জয় একটি করে। হেরেছে বাকি ৮ ম্যাচে।
করোনাভাইরাস পরিস্থিতিতে কিছু ম্যাচ হয়নি, তবে এক জন কোচকে বিচার জন্য ৩২ ম্যাচ একেবারে কম নয়। সেখানে ডমিঙ্গোর কোচিংয়ে দলের উন্নতির ছাপ খুব একটা মেলেনি। টেস্ট অধিনায়ক মুমিনুল হক এর মাঝে কয়েকবারই বলেছেন, টেস্টে আগের জায়গাতেই আছে বাংলাদেশ।
ডমিঙ্গো কোচ হয়ে আসার আগে দেশের মাটিতে টেস্ট জেতার একটা অভ্যাস গড়ে উঠছিল বাংলাদেশের, সেটা যেন ভেস্তে যেতে বসেছে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হার ও চলতি বছরেই খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়া ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না।
শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে দ্বিতীয় টেস্টে আনকোরা এক বাঁহাতি স্পিনার ধসিয়ে দিয়েছেন বাংলাদেশকে। এরপর ডমিঙ্গোকে নিয়ে প্রশ্ন আরও উচ্চকিত হয়েছে।
উত্তাপটা হয়তো টের পাচ্ছেন ৪৬ বছর বয়সী এই কোচ। তবে মঙ্গলবার শ্রীলঙ্কা থেকে ঢাকায় ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ইঙ্গিতে বোঝালেন, দায় শুধু কোচেরই নয়।
“সত্যি বলতে, না (প্রধান কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কি না)। ছেলেদের সঙ্গে কাজ উপভোগ করছি। এই সেট-আপ উপভোগ করছি। অবশ্যই কিছু কাজ আছে, যেগুলো করতে হবে।”
“আমার মনে হয়, আমরা যখন এখানে থাকি না, তখন ছেলেরা কেমন সুযোগ-সুবিধা পায়, ঘরোয়া ক্রিকেটের অবস্থা কেমন, সেদিকে তাকানোও জরুরি। অবশ্যই বাজে কিছু ফল হয়েছে। তবে এখন আমি ছেলেদের সঙ্গে আরও ভালোভাবে মিশতে পারছি এবং সামনে তাকিয়ে আমি আত্মবিশ্বাসী।”
-
আসিথাকে বোল্ড করে নাঈমের পাঁচ
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
-
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’
-
প্রথম দিনে দুই দলকে সমতায় দেখছেন হেরাথ
-
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ, শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০
-
বাংলাদেশকে হতাশ করে ম্যাথিউসের সেঞ্চুরি
-
‘অসাধারণ খেলোয়াড় সাইমন্ডস মানুষ হিসেবে ছিল চমৎকার’
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু