আইপিএল প্রায় শেষ লোকেশ রাহুলের

আইপিএলের মাঝপথে বড় এক ধাক্কা খেল পাঞ্জাব কিংস। দলটির অধিনায়ক লোকেশ রাহুলের অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে। সেরে উঠতে অস্ত্রোপচার করাতে হবে ভারতীয় এই ব্যাটসম্যানের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2021, 02:20 PM
Updated : 2 May 2021, 03:30 PM

ফলে আইপিএলের বাকি অংশে তার ফেরার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেল।

ফ্র্যাঞ্চাইজিটি রোববার এক বিবৃতিতে জানায়, শনিবার রাতে পেটে তীব্র ব্যথা অনুভব করার পর ওষুধে কাজ না হওয়ায় রাহুলকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে।

আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক রাহুল। সাত ইনিংসে ১৩৬.২১ স্ট্রাইক রেটে করেছেন ৩৩১ রান। যেখানে ফিফটি চারটি। গত শুক্রবার রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে দলের জয়ে খেলেন ৯১ রানের অপরাজিত ইনিংস। আসরে যা দলটির তৃতীয় জয়। রোববার রাতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে তারা।

টুর্নামেন্টের বাকি অংশে রাহুলের খেলা নির্ভর করছে তার সেরে ওঠার ওপর। অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের পর সাধারণ কাজকর্মে ফিরতে সময় লাগে এক থেকে তিন সপ্তাহ। ভারি কাজ করতে সময় লাগে আরও বেশি।

আইপিএলের ফাইনাল হওয়ার কথা আগামী ৩০ মে।