নিজেকে নতুন করে গড়ার প্রত্যয় ইমরুলের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2021 07:36 PM BdST Updated: 02 May 2021 07:36 PM BdST
-
ফাইল ছবি
অভিষেকের পর কেটে গেছে এক যুগের বেশি সময়, তবুও কোনো সংস্করণে নিজেকে থিতু করতে পারেননি ইমরুল কায়েস। আসা-যাওয়ার মধ্য দিয়েই কেটেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে সুযোগ পেয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান দেখছেন থমকে যাওয়া ক্যারিয়ারে আবার দম দেওয়ার সুযোগ। ঘাটতিগুলো পুষিয়ে নিজেকে নতুন করে তৈরি করতে চান তিনি।
২৩ সদস্যের দলে ইমরুলসহ ওপেনার পাঁচ জন। আপাতত তামিম ইকবাল ও লিটন দাস খেলছেন ওপেনিংয়ে। সৌম্য সরকার কখনও তিন কখনও সাত নম্বরে নামছেন। টি-টোয়েন্টিতে সামর্থ্যের ঝলক দেখানো মোহাম্মদ নাঈম শেখও আছে দলে।
চূড়ান্ত দলে জায়গা করে নেওয়া এবং এরপর একাদশে খেলার পথ সহজ নয় ইমরুলের। ২০১৭ সালের পর থেকে থমকে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার। ২০১৯ সালে ভারতে নিদারুণ ব্যর্থতার পর টেস্ট দল থেকেও আছেন বাইরে। ভারতে চার ইনিংস মিলিয়ে করেছিলেন কেবল ২১ রান। আউটের ধরন ছিল দৃষ্টিকটু।
২০১৮ সালের পর থেকে দেশের হয়ে খেলা হয়নি ওয়ানডেতে। সেই বছরই এশিয়া কাপের মাঝপথে হঠাৎ করে ডাক পেয়ে আফগানিস্তানের বিপক্ষে মিডল অর্ডারে নেমে খেলেন অপরাজিত ৭২ রানের চমৎকার ইনিংস।
পরে দেশের মাটিতে তামিমের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে ফিরে খেলেন ১৪৪, ৯০ ও ১১৫ রানের তিনটি দারুণ ইনিংস। গড়েন দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪৯ রানের রেকর্ড।
ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম ফেরায় সুযোগ মেলেনি ওপেনিংয়ে। মানিয়ে নিতে পারেননি তিনে, দুই ম্যাচে সুযোগ পেয়ে করেন ৪ ও শূন্য। এরপর থেকে এই সংস্করণে আর সুযোগ মেলেনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়ে আবার নতুন করে শুরুর সম্ভাবনায় রোমাঞ্চিত ইমরুল। ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান ভালো করেই জানেন, সামনের পথটুকু হবে ভীষণ কঠিন।
“২৩ জনের প্রাথমিক দলে ডাক পাওয়া আমার জন্য অনুপ্রেরণার। আবার সুযোগ পেয়েছি, নিজেকে নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করতে এটা আমার জন্য দারুণ সুযোগ। নিজেকে আবার সেভাবে তৈরি করতে পারব। আমার যে ঘাটতিগুলো ছিল সেগুলো নিয়ে নতুন করে কাজ করতে পারব। আমার জন্য আবার দেশের প্রতিনিধিত্ব করার বড় একটা সুযোগ।”
ক্যারিয়ার জুড়ে অসংখ্যবার আসা যাওয়ার মধ্য দিয়ে গেছেন ইমরুল। বাদ পড়ায় হতাশা থাকলেও তার মাঝে কিছু ইতিবাচক দিকও খুঁজে পান তিনি।
“জাতীয় দলের বাইরে থাকলে যেটা হয়, অনেক আপসেট থাকি। জাতীয় দলের খেলা দেখলে ওই জায়গাটা খুব মিস করা হয়। তবে কিছু কিছু সময় বাদ পড়াটা একজন খেলোয়াড়ের জন্য ভালো। কি কি ভুল হয়েছে সেগুলো নিয়ে অনেক কিছু শেখা যায়।”
“আমি কখনও মনে করি না, আমি জাতীয় দলের বাইরে চলে গেছি। জাতীয় দলে খেলতে যে অনুশীলন, যে কঠোর পরিশ্রম করা দরকার সেটা আমি করে যাই। জাতীয় দল থেকে বাদ পড়লে আমি কখনও ভাবি না, আমি বাইরে চলে গেছি। আমি মনে করি, পাশেই আছি, যখনই পারফরম করতে পারব আবার ফিরতে পারব।”
-
অপেক্ষার প্রহর পেরিয়ে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মধ্য প্রদেশ
-
হেডিংলি টেস্টের মাঝপথে ছিটকে গেলেন ফোকস
-
কোভিড আক্রান্ত হয়ে টেস্টে অনিশ্চিত রোহিত
-
বাংলাদেশের টেস্ট সংস্কৃতির ঘাটতি তুলে ধরলেন কোচ
-
মেয়ার্সকে দেখে বাংলাদেশের ব্যাটসম্যানদের শিখতে বললেন ডমিঙ্গো
-
বোলাররা ধৈর্য হারানোয় হতাশ বাংলাদেশ কোচ
-
মেয়ার্সের সেঞ্চুরিতে বিপাকে বাংলাদেশ
-
ব্যাটিং ধসে বিপদে নিউ জিল্যান্ড
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল