৪৬ ফিফটির পর বাটলারের সেঞ্চুরি

সুযোগ পেলেই খোঁচাটা মারেন অ্যালেস্টার কুক। জস বাটলারকে মনে করিয়ে দেন টি-টোয়েন্টিতে তার সেঞ্চুরি একটি বেশি! সেই খুনসুটির পথ যেন বন্ধ করে দিলেন বাটলার। ৪৬ ফিফটির পর এই সংস্করণে পেলেন নিজের প্রথম সেঞ্চুরি। ছুঁয়ে ফেললেন সাবেক ইংলিশ অধিনায়ককে!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2021, 12:59 PM
Updated : 2 May 2021, 01:34 PM

২৮১ ম্যাচের ক্যারিয়ারে আগের সেরা ছিল ৯৫। দিল্লিতে সেটি ছাড়িয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেললেন ৬৪ বলে ১২৪ রানের বিস্ফোরক এক ইনিংস। 

আইপিএলে রাজস্থানের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইসিংসটি গড়া ৮ ছক্কা ও ১১ চারে।

শুরুতে একটু সময় নেন বাটলার। প্রথম ১৩ বলে করেন ৮ রান। পরে খেলতে শুরু করেন শট। সন্দিপ শর্মাকে ছক্কা মেরে ৩৯ বলে পৌঁছান ফিফটিতে। চলতি আসরে তার প্রথম।

এরপর ঝড় তোলেন বাটলার। ইংলিশ কিপার-ব্যাটসম্যানের পরের পঞ্চাশ আসে স্রেফ ১৭ বলে। অধরা সেঞ্চুরি স্পর্শ করেন ৫৬ বলে।

সাঞ্জু স্যামসনের সঙ্গে তার ৮৮ বলে ১৫০ রানের জুটিতে রাজস্থান পায় ২২০ রানের বড় পুঁজি। স্যামসন ৪ চার ও ২ ছক্কায় ৩৩ বলে ৪৫ রান করেন।