করুনারত্নের রেকর্ড যাত্রা থামল ৪২৮ রানে

আগের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির পর এবার ফিফটি পেরিয়ে থামলেন দিমুথ করুনারত্নে। শেষ হলো ব্যাট হাতে তার অসাধারণ এক সিরিজের পথচলাও। যে পথে ছুটে নিজেকে তিনি তুলে নিয়েছেন একটি জায়গায় সবার ওপরে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2021, 06:35 AM
Updated : 2 May 2021, 06:35 AM

পাল্লেকেলেতে চলতি সিরিজে তিন ইনিংস খেলে লঙ্কান অধিনায়ক করুনারত্নের রান ৪২৮। বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটিই।

প্রথম টেস্টে একমাত্র ইনিংসে করুনারত্নে রান ছিল ২৪৪। বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক হিসেবে যা সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১১৮ রানের ইনিংসের পথেই সিরিজের রেকর্ডও নিজের করে নেন তিনি।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সেই রেকর্ড সমৃদ্ধ করেন আরও। চতুর্থ দিন সকালে আউট হন ৬৬ রানে।

সব মিলিয়ে তিন ইনিংসে ১৪২.৬৬ গড়ে ৪২৮ রান।

অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে এক সিরিজের সর্বোচ্চ রানের আগের রেকর্ড ছিল অ্যালেস্টার কুকের।

২০১০ সালে বাংলাদেশ সফরে নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের বিশ্রামে নেতৃত্ব দেন কুক। চার ইনিংসে সেবার কুকের রান ছিল ৩৪২, গড় ১১৪।

কুক ছাড়িয়েছিলেন মাহেলা জয়াবর্ধনেকে। ২০০৭ সালে শ্রীলঙ্কায় ৩ ইনিংসে জয়াবর্ধনের রান ছিল ৩৪১, গড় ১১৩.৬৬।

জয়াবর্ধনে পেছনে ফেলেছিলেন টাটেন্ডা টাইবুকে। ২০০৫ সালে বাংলাদেশে চার ইনিংস খেলে সেই সময়ের জিম্বাবুয়ে অধিনায়কের রান ছিল ৩৩০, গড় ১১০।