করুনারত্নের রেকর্ড যাত্রা থামল ৪২৮ রানে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2021 12:35 PM BdST Updated: 02 May 2021 12:35 PM BdST
-
ব্যাট হাতে অসাধারণ এক সিরিজ কাটালেন দিমুথ করুনারত্নে। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট।
আগের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির পর এবার ফিফটি পেরিয়ে থামলেন দিমুথ করুনারত্নে। শেষ হলো ব্যাট হাতে তার অসাধারণ এক সিরিজের পথচলাও। যে পথে ছুটে নিজেকে তিনি তুলে নিয়েছেন একটি জায়গায় সবার ওপরে।
পাল্লেকেলেতে চলতি সিরিজে তিন ইনিংস খেলে লঙ্কান অধিনায়ক করুনারত্নের রান ৪২৮। বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটিই।
প্রথম টেস্টে একমাত্র ইনিংসে করুনারত্নে রান ছিল ২৪৪। বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক হিসেবে যা সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১১৮ রানের ইনিংসের পথেই সিরিজের রেকর্ডও নিজের করে নেন তিনি।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সেই রেকর্ড সমৃদ্ধ করেন আরও। চতুর্থ দিন সকালে আউট হন ৬৬ রানে।
সব মিলিয়ে তিন ইনিংসে ১৪২.৬৬ গড়ে ৪২৮ রান।
অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে এক সিরিজের সর্বোচ্চ রানের আগের রেকর্ড ছিল অ্যালেস্টার কুকের।
২০১০ সালে বাংলাদেশ সফরে নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের বিশ্রামে নেতৃত্ব দেন কুক। চার ইনিংসে সেবার কুকের রান ছিল ৩৪২, গড় ১১৪।
কুক ছাড়িয়েছিলেন মাহেলা জয়াবর্ধনেকে। ২০০৭ সালে শ্রীলঙ্কায় ৩ ইনিংসে জয়াবর্ধনের রান ছিল ৩৪১, গড় ১১৩.৬৬।
জয়াবর্ধনে পেছনে ফেলেছিলেন টাটেন্ডা টাইবুকে। ২০০৫ সালে বাংলাদেশে চার ইনিংস খেলে সেই সময়ের জিম্বাবুয়ে অধিনায়কের রান ছিল ৩৩০, গড় ১১০।
-
মুশফিক ১৭৫*, বাংলাদেশ ৩৬৫
-
ওশাদা-করুনারত্নের আত্মবিশ্বাসী শুরু
-
৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
-
মাহমুদউল্লাহকে ছাড়িয়ে সাতের সেরা লিটন
-
মুমিনুলের রানে ফেরার দোয়া করছেন বিসিবি সভাপতি
-
নিচের দিকে ব্যাট করাই লিটনের জন্য ভালো মনে করেন ডমিঙ্গো
-
লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
-
ব্যাটিংয়ে ব্যর্থ শারমিন, সালমার ২ উইকেট
সর্বাধিক পঠিত
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ডলারের বিপরীতে আরও কমল টাকার মান
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- ওশাদা-করুনারত্নের আত্মবিশ্বাসী শুরু