বাংলাদেশকে চারশর বেশি লক্ষ্য দিতে চায় শ্রীলঙ্কা

লিড আড়াইশ পেরিয়ে গেছে, উইকেট আছে আরও ৮টি। ম্যাচ এখনই পুরোপুরি শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে। সেই লাগাম আরও শক্তভাবে ধরতে চায় লঙ্কানরা। তাদের বোলিং কোচ চামিন্দা ভাস বললেন, আরও অন্তত দেড়শ রান যোগ করে ইনিংস ঘোষণার ইচ্ছা তাদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2021, 04:36 AM
Updated : 2 May 2021, 04:36 AM

পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশকে ফলো-অন করানোর সুযোগ পেলেও করায়নি শ্রীলঙ্কা। ২৪২ রানের লিড আরও বাড়িয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার অভিযানে নেমেছে তারা।

রোববার চতুর্থ দিনের খেলা শুরুর আগে টিভি সাক্ষাৎকারে ভাস জানান তাদের এ দিনের লক্ষ্য।

“প্রথম ঘণ্টা খুব সতর্কতায় ব্যাট করতে হবে, অস্থির হওয়া যাবে না। এরপর রান বাড়াতে হবে। আমার মনে হয়, চারশর বেশি লিড হলে চলবে, আমরা তখন ওদের আবার ব্যাটিংয়ে নামাতে পারব।”

ম্যাচের প্রথম দিন উইকেট পুরোপুরি ব্যাটিং সহায়ক হলেও দ্বিতীয় দিন বিকেল থেকে টার্ন করা শুরু করে। তৃতীয় দিনে সকাল থেকেই স্পিনারদের জন্য মিলত তাকে দারুণ টার্ন ও বাউন্স। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৪৯৩ রানে। বাংলাদেশ জবাবটা ভালো দিতে শুরু করলেও পরে দিশা হারায় ব্যাটিং ধসে। ৩৭ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ইনিংস শেষ হয় ২৫১ রানে।

সেই লিড আরও এখন বাড়িয়ে নিচ্ছে শ্রীলঙ্কা।