৭ উইকেটে ৪৯৩ রান করে পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংস ছাড়ল লঙ্কানরা। তৃতীয় দিন সকালে মিনিট ১৫ ব্যাট করার পরই আসে এই ঘোষণা।
আলোকস্বল্পতায় আগের দিন খেলা শেষ হয় ২৪.১ ওভার আগেই। সেই ঘাটতি কিছুটা পুষিয়ে নিতে শনিবার খেলা শুরু হয় ১৫ মিনিট আগে। শুরু থেকেই রান বাড়ানোর তাড়া দেখা যায় নিরোশান ডিকভেলা ও রমেশ মেন্ডিসের ব্যাটে। ক্রিজ ছেড়ে বেরিয়ে মেহেদী হাসান মিরাজকে পরপর দুই বলে ছক্কা ও চার মারেন ডিকভেলা।
পরের ওভারে তাসকিনের শর্ট বলে পুল করে আউট হন মেন্ডিস। স্কয়ার লেগ সীমানায় দারুণ ক্যাচ নেন মুশফিকুর রহিম।
৩৩ রানে মেন্ডিসের বিদায়ের সঙ্গেই দলের ইনিংসের ইতি টানেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
ডিকভেলা তখন অপরাজিত ৭২ বলে ৭৭ রান করে। তার টেস্ট সেঞ্চুরির অপেক্ষা শেষ হলো না এবারও।
৪৫ টেস্টে তার রান এখন ২ হাজার ৪১৯। কোনো সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি টেস্ট ফিফটির রেকর্ডও তার, ১৮টি।
১২৭ রানে ৪ উইকেট নিয়ে শেষ করেন তাসকিন, তার ক্যারিয়ার সেরা বোলিং। আগের টেস্টে পাওয়া ৩ উইকেট ছিল আগের সেরা।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ১৫৯.২ ওভারে ৪৯৩/৭ (ডি.) (আগের দিন ৪৬৯/৬) (ডিকভেলা ৭৭*, মেন্ডিস ৩৩, আবু জায়েদ ২২-৪-৬৯-০, তাসকিন ৩৪.২-৭-১২৭-৪, মিরাজ ৩৬-৭-১১৮-১, শরিফুল ২৯-৬-৯১-১, তাইজুল ৩৮-৭-৮৩-১)।