ভারতে না হলে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা জেগেছিল আগেই। আইসিসিও জানিয়েছিল, প্রয়োজনে করা হবে বিকল্প পরিকল্পনা। দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ রূপ নেওয়ার পর তেমন কিছুই হয়তো হতে যাচ্ছে। টুর্নামেন্ট আয়োজনে নতুন করে ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশে সম্ভব না হলে সংযুক্ত আরব আমিরাতে আসরটি আয়োজন করতে চায় তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2021, 10:05 AM
Updated : 30 April 2021, 10:27 AM

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল দেশটি। আক্রান্তের সংখ্যায় রেকর্ড হচ্ছে প্রায় প্রতিদিনই, মৃত্যুও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

এমন পরিস্থিতিতে এতো বড় টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছে বিসিসিআই। বিবিসির একটি পডকাস্টে বোর্ডের গেম ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার ধিরাজ মালহোত্রা জানান তাদের বিকল্প ভাবনার কথা।

“এটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। আমরা আশা করছি, বিসিসিআই-ই এটা আয়োজন করবে। তাই আসরটি সেখানে নিয়ে গেলেও তা বিসিসিআইয়ের আয়োজনেই হবে।”

কঠিন এই সময়েও জৈব-সুরক্ষা বলয় তৈরি করে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের খেলা চালিয়ে যাচ্ছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপও এখানে আয়োজন করতে সর্বোচ্চ চেষ্টা করার কথা বললেন ধিরাজ।

“আমি কেবলই টুর্নামেন্টের একজন পরিচালকের দায়িত্ব পেয়েছি। ভারতে আসরটি আয়োজন নিশ্চিত করতে সব কিছু করব। আমাদের সামনে স্বাভাবিক অবস্থা, কোভিড অবস্থা এবং খুব খারাপ পরিস্থিতি আসতে পারে, তাই সবরকম পরিস্থিতি বিবেচনায় রেখে আমরা আইসিসির সঙ্গে কথা বলছি।”

করোনাভাইরাসের প্রভাব পড়েছিল গত বছরের বিশ্বকাপে। অস্ট্রেলিয়ায় হওয়ার কথা থাকা টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হয় দুই বছর। ২০২২ সালে দেশটিতে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া আসর। আর আগের সূচি মতো এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত।