প্রথম ঘণ্টায় বাংলাদেশের আঁটসাঁট বোলিং

দিনের শুরু থেকে প্রায় নিখুঁত লাইন-লেংথে বোলিং করে গেলেন শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ ও আবু জায়েদ চৌধুরিও নিয়ন্ত্রিত বোলিংয়ে বেঁধে রাখলেন ব্যাটসম্যানদের। তবে দাঁতে দাঁত চেপে কঠিন সেই সময়টা পার করে দিলেন দুই লঙ্কান ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2021, 05:44 AM
Updated : 30 April 2021, 05:44 AM

পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন প্রথম পানি পানের বিরতিতে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ৩০৯।

১ উইকেটে ২৯১ রান নিয়ে শুক্রবারের খেলা শুরু করে লঙ্কানরা ১২ ওভারে যোগ করতে পারে কেবল ১৮ রান।

২৮৯ বলে ১৩৮ রান নিয়ে অপরাজিত লাহিরু থিরিমান্নে, ১৩৪ বলে ৫১ রানে ওশাদা ফার্নান্দো। প্রথম ঘণ্টায় বাউন্ডারি হয়েছে তিনটি।

উইকেট যথারীতি ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। দিনের শুরুতে বল হাতে পান তাসকিন ও শরিফুল। নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটসম্যানদের বেঁধে রাখেন দুজন। দুয়েকটা বাজে ডেলিভারিও অবশ্য করেন। তাতে হজম করেন বাউন্ডারি।

দিনের সাত ওভার পর শরিফুলকে সরিয়ে আবু জায়েদকে বোলিংয়ে আনেন অধিনায়ক মুমিনুল হক। পরের ওভারেই আবার শরিফুলকে বোলিংয়ে আনেন তিনি অন্য প্রান্ত থেকে।  

পানি পানের বিরতির আগে আবু জায়েদকে চার মেরে ওশাদা ফিফটি পূর্ণ করেন ১৩২ বলে। তাতে দ্বিতীয় উইকেট জুটির রানও স্পর্শ করে শতরান।