করুনারত্নে-থিরিমান্নে জুটির রেকর্ড, শ্রীলঙ্কার রেকর্ড

প্রথম টেস্টে ১১৪ রানেই থেমেছিল দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নের জুটি। এবার থামার নামই নেই! দুজনের জুটি পেরিয়ে গেছে ২০০ রানের মাইলফলক। তাতে ধরা দিয়েছে রেকর্ডও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2021, 09:59 AM
Updated : 29 April 2021, 09:59 AM

পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার করুনারত্নে ও থিরিমান্নের জুটি ২০০ স্পর্শ করে তৃতীয় সেশনের শুরুতে। বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে এই প্রথম ডাবল সেঞ্চুরি পেল শ্রীলঙ্কা।

দুজনে ছাড়িয়ে গেছেন প্রায় ২০ বছর আগের জুটিকে। ২০০১ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ১৪৪ রানের জুটি গড়েছিলেন সনাৎ জয়াসুরিয়া ও মারভান আতাপাত্তু। সেটিই ছিল বাংলাদেশের বিপক্ষে লঙ্কান উদ্বোধনী জুটির আগের সেরা।

সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের এটি নবম ডাবল সেঞ্চুরি জুটি। এখানে শ্রীলঙ্কা স্পর্শ করেছে একটি রেকর্ড। বাংলাদেশের বিপক্ষে নয়টি দ্বিশতক জুটি আছে দক্ষিণ আফ্রিকারও।

চারটি করে দুইশ রানের জুটি আছে নিউ জিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের।

এসবের আগে সেঞ্চুরি হওয়ার সময়ই এই জুটি গড়েছে আরেকটি কীর্তি। এই নিয়ে টানা তিন ইনিংসে শতরানের জুটি গড়লেন তারা দুজন। একই উদ্বোধনী জুটিতে টানা তিন শতরানের নজির টেস্ট ইতিহাসে আছে মাত্র ১১ জুটির, শ্রীলঙ্কার হয়ে তারাই প্রথম।