প্রথম ঘণ্টায় বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং

ম্যাচের দ্বিতীয় ওভারেই এলবিডব্লিউর দুটি আবেদন। তাসকিন আহমেদ বেশ অস্বস্তিতে ফেললেন দিমুথ করুনারত্নেকে। প্রথম ঘণ্টাজুড়েই সেই দৃশ্য দেখা গেল নিয়মিত। তাসকিন, আবু জায়েদ চৌধুরি, শরিফুল ইসলামরা বেশ কবারই বিপাকে ফেললেন দুই লঙ্কান ওপেনারকে। তবে ধরা দিল না কাঙ্ক্ষিত প্রথম ব্রেক থ্রু।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2021, 05:45 AM
Updated : 29 April 2021, 05:46 AM

পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন প্রথম পানি পানের বিরতিতে শ্রীলঙ্কার রান ১৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৩।

৩৯ বলে ৯ রান নিয়ে অপরাজিত দিমুথ করুনারত্নে, ৪৬ বলে ১১ রানে লাহিরু থিরিমান্নে। প্রথম ঘণ্টায় বাউন্ডারি হয়েছে কেবল একটি।

প্রথম টেস্টে থাকলেও এই ম্যাচের উইকেটে নেই ঘাস। ম্যাচের শুরুতে তাই উইকেট আরও বেশি ব্যাটিং সহায়ক। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানাতে খুব দেরি হয়নি করুনারত্নের।

বাংলাদেশের পেসাররা দারুণ বল করেন শুরু থেকেই। আগের টেস্টের ধারাবাহিকতা এখানেও বয়ে আনেন তাসকিন। গতির পাশাপাশি খানিকটা সুইংও পান তিনি। আবু জায়েদ বজায় রাখেন লাইন-লেংথ।

তাসকিন ও আবু জায়েদের প্রথম বোলিং বিশ্লেষণ একটা সময় ছিল হুবুহু এক, ৪-১-৫-০।

অভিষিক্ত ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার শরিফুলও বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন। শ্রীলঙ্কার দুই বাঁহাতি ওপেনারকে বাড়তি ভাবনা দিতে ইনিংসের চার ওভারের পরই মেহেদী হাসান মিরাজের অফ স্পিন খানিকটা বাজিয়ে দেখেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। প্রথম ঘণ্টার একমাত্র বাউন্ডারি এসেছে তার বলেই।

৯ রানের পথেই করুনারত্নে স্পর্শ করেন ৫ হাজার টেস্ট রান। এই মাইলফলকে তিনি দশম শ্রীলঙ্কান ব্যাটসম্যান।