মন্থরতম ফিফটির দিনে ওয়ার্নারের ২ অর্জন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2021 01:01 AM BdST Updated: 29 Apr 2021 01:01 AM BdST
-
ফিফটির পথে ডেভিড ওয়ার্নারের একটি শট। ছবি: আইপিএল
অম্লমধুর এক দিন কাটালেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টি ক্রিকেটে পেলেন নিজের মন্থরতম ফিফটির স্বাদ। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হারল তার দল। তবে এদিনই তার হাতে ধরা দিল দারুণ দুটি অর্জন।
আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিফটির ফিফটি করলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক। দিল্লিতে বুধবার ৫৫ বলে ৫৭ রানের ইনিংস খেলার পথে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে স্পর্শ করলেন ১০ হাজার রানের মাইলফলক।
ওয়ার্নারের স্বভাব বিরুদ্ধ ইনিংসটি গড়া তিন চার ও দুই ছক্কায়।
১০ হাজারে পা রাখতে এই ম্যাচে তার দরকার ছিল ৪০ রান। লুঙ্গি এনগিডির বলে ডাবল নিয়ে ছুঁয়ে ফেলেন মাইলফলক।
পরের ওভারে রবীন্দ্র জাদেজাকে ছক্কায় উড়িয়ে তিনি ফিফটি পূর্ণ করেন ঠিক ৫০ বলে। আইপিএলের ২০১৯ আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪৯ বলে ফিফটি ছিল তার আগের মন্থরতম।
আইপিএলে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের এটি ৫০তম ফিফটি হলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৮২তম। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩টি ফিফটি আছে শিখর ধাওয়ানের।
ওয়ার্নারের আগে ১০ হাজারের ঠিকানায় পা রেখেছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও শোয়েব মালিক। ৩৮৯ ইনিংসে ১০ হাজার ৪৮৮ রান মালিকের। ৪৭৯ ইনিংস খেলে ১০ হাজার ৬৯৪ রান করেছেন পোলার্ড। ৪১৪ ইনিংসে ১৩ হাজার ৮৩৯ রান করে সবার ধরাছোঁয়ার বাইরে গেইল। ৩০৩ ইনিংসে ওয়ার্নারের রান এখন ১০ হাজার ১৭।
মাইলফলকের ম্যাচে চেন্নাইয়ের কাছে ৭ উইকেটে হেরেছে তার দল।
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত